Rohit Sharma: আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বার্বাডোজের এই পিচ থেকে বালি খাবেন তিনি। আর এই পিচেই বিশ্বজয়ী হওয়ার পর সেই ইচ্ছে আলাদা মাত্রা এনে দিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার জীবনে। দীর্ঘ ১১ বছর পর আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে ভারত।
জয়ের পর যখন অন্যান্যরা উচ্ছ্বাসে মেতেছিলেন তখনই পিচ থেকে বালি খেতে দেখা গিয়েছিল তাকে। এভাবেই তিনি জয় উদযাপন করেছেন। সম্প্রতি আইসিসির অফিসিয়াল পেজে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখার পর আবেগপ্রবণ হয়েছে সকলেই।
২০২৩ এর ফাইনালে পৌঁছেও বিশ্বজয়ীর খেতাব লাভ করতে পারেনি ভারত। তবে সেই ক্ষততে মলম লাগালো ২৯শে জুনের এই রাত। টি-টোয়েন্টি ফরমেটে ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের পর শেষ হাসি হাসলো ভারতীয়রাই। তবে তাতেও যেন কিছুটা বিষাদের সুর রয়েছে।
কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে দেখা যাবে না রোহিত শর্মাকে। আর এই একই ঘোষণা করেছেন আরেক তারকা বিরাট কোহলিও। এই বিষয়ে রোহিত বলেন, ‘আমি যখন থেকে খেলা শুরু করেছি তখন থেকে টি-টোয়েন্টি উপভোগ করছি। তবে এটাই আমার অবসর নেওয়ার সেরা সময়। আমি কাপ জিততে চেয়েছিলাম।’
অন্যদিকে তিনি ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তিনি দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের জন্য যা করেছেন তার জন্য আমরা সকলে কৃতজ্ঞ। তার এই ট্রফিটা পাওয়াই বাকি ছিল। আমরা ভীষণই খুশি।’