এই প্রথম ছেলের মুখ সামনে আনলেন সুপারস্টার জিৎ, বড় হয়ে কী হবে জানালেন অঙ্কুশ

What will happen to Jeet's son when he grows up? Ankush Hazra said

‘এখন থেকেই দেখে বোঝা যাচ্ছে বড়ো হয়ে কী হবে!’ জিতের ছেলেকে দেখে এমনই মন্তব্য করলেন আরেক অভিনেতা অঙ্কুশ হাজরা। দীর্ঘ আট মাস পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন জিৎ। পাশাপাশি তাদের সম্পূর্ণ পরিবারের ছবি পোস্ট করেছেন তিনি।

তবে বয়স আট মাস হলে কী হবে এখন থেকেই রীতিমতো পোজ দিতে শুরু করেছে রোনাভ। যে ছবি দেখামাত্রই প্রশংসায় পঞ্চমুখ টলিউডের তারকারা। একাধিক কমেন্টে ভরে গিয়েছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। যেখানে অঙ্কুশ লিখেছেন, ‘বড়ো হয়ে কী হবে বোঝাই যাচ্ছে!’

আসলে অঙ্কুশের মতে জিতের ছেলের নাক দেখতে তার মা মোহনার মতো আর চোখ দুটো যেন একেবারে জিতের চোখ বসানো অর্থাৎ বাবা-মায়ের মতোনই দেখতে হয়েছে সে। যা দেখার পর তিনি এখনই নিশ্চিত আগামী দিনে টলিউড আরেক সুপারস্টার পেতে চলেছে।

তবে শুধু অঙ্কুশই নন সেখানে প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য তারকারাও। যেখানে রয়েছেন সৌমিতৃষা, মানালি থেকে শুরু করে মিমি চক্রবর্তীরা। সকলেই প্রার্থনা করেছেন রোনাভ যেন সুস্থ থাকে। তারকাদের পাশাপাশি জিৎ-ভক্তরাও ক্ষুদেকে ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখযোগ্য, জিৎ এবং মোহনার একটি কন্যা সন্তান রয়েছে যার নাম নবন্যিয়া। মেয়ে জন্মানোর ১১ বছর পর দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর প্রকশ্যে এনেছিলেন মোহনা এবং জিৎ। সেপ্টেম্বর মাসে সুখবর দেওয়ার পর অক্টোবর মাসে জন্ম হয় রোনাভের এবং অবশেষে তার ছবিও প্রকাশ্যে আনলেন তিনি।