‘বক্স অফিসে ‘বুমেরাং’ কতটা সাফল্য পেলো? সেই প্রথম গুরুত্বপূর্ণ নয়’, বাংলা ইন্ডাস্ট্রিকে কি কথা বললেন সুপারস্টার জিৎ?

কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি ‘বুমেরাং’। এই ছবিতে অভিনয় করেছেন জিৎ, রুক্মিণী মৈত্র, সৌরভ দাস সহ আরও অনেকে। ছবিটি রোবট কেন্দ্রীক সায়েন্স ফিকশন কমেডি ছবি৷ এই ছবি টলিউডে বাংলা ছবির দুনিয়ায় একটি অন্য স্বাদের ছবি তা বলাই বাহুল্য। তবে এই নতুন স্বাদের ছবি দেখে দর্শকেরা কেমন উপভোগ করলেন? তাদের মধ্যে উত্তেজনাই বা কেমন। বক্স অফিসে কতটা সাফল্য পেলো এই ছবি?

এইসব প্রশ্নের উত্তর নিয়ে এক সাক্ষাৎকারে জিৎ জানালেন, তার অভিনীত ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করল সেটি প্রথম গুরুত্বপূর্ণ নয়। তার প্রথম মনে হয় মানুষের ছবিটি কেমন লাগবে। তিনি বলেন, “আমরা যা ভেবেছি মানুষ তার সঙ্গে মেলাতে পারবেন কিনা এটাই সবথেকে বড় বিষয়। আমি একদিন নন্দনে পিছনের সিটে বসে ৪০ মিনিট ‘বুমেরাং’ দেখেছি।”

তিনি আরও বলেন, “কেউ আমাকে সেদিন দেখতে পাননি৷ সবাই প্রাণ ভরে ছবিটি উপভোগ করেছেন। আর সেটাই আমার কাছে তৃপ্তির।” তিনি বলেন, ছবি ভালো হবে নাকি খারাপ তা আগে থেকে বলা ঠিক নয়৷ অনেককিছু ভালো করার পরেও তার ফল বুমেরাং হয়ে যায়৷ তার কথায়, ইন্ডাস্ট্রির লিডিং হিরোদের একসঙ্গে কাজ করার কথা উঠে আসছে। এটি ভালো বিষয়।

তাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন নায়ক। তবে জিৎকে নিজের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করতে দেখা যায় না কেনো? এই উত্তরে তিনি বলেন, “আমি কখনও বলিনি অন্য প্রযোজনা সংস্থা বা পরিচালকের সঙ্গে কাজ করতে চাই না। বরং অনেক দিন ধরেই বলছি আমি কাজ করতে চাই। ভালো, ইন্টারেস্টিং কিছু থাকলে নিশ্চয়ই করব।”

একটি সাধারণ দক্ষিণী ছবি যে বাংলা ছবির থেকে ভালো ব্যবসা করে তা মানতে নারাজ জিৎ৷ তার কথায়, “প্রতিটা ছবি তার ভাগ্য নিয়ে আসে। আর সাউথের সেন্টিমেন্ট ফ্যানাটিজম, কালচার অনেক আলাদা। ওরা খুব ভালো ব্যবসা করছে। কনটেন্টও খুব ভালো। চারটে স্টেট ভালো কাজ করছে।”

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক