বিমানের মধ্যেই সিরাজের সঙ্গে চাহালের সিঙ্গারা খাওয়ার লড়াই! কে জিতলেন? ভাইরাল ভিডিও

Siraj and Chahal fight to eat Singara in the plane! Who won? Viral video

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে মজায় মেতে ওঠেন। মাঝেমধ্যেই সেসব দৃশ্য উঠে আসে আমাদের সামনে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যেখানে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহল এবং মহম্মদ সিরাজ সিঙ্গারা খাওয়া নিয়ে একে অপরের সাথে মজা করছেন।

ফ্লাইটের মধ্যে তাদের একটি কথোপকথনের দৃশ্য উঠে এসেছিল। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে ভারত। ১৫ ই জুন কানাডার বিরুদ্ধে খেলতে হবে তাদের। যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্লোরিডার লডারহিলে।

তবে কয়েকদিন ধরে সেখানকার আবহাওয়া খুবই খারাপ। যে কারণে তাদের ম্যাচটি অন্য একটি স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। এরই মধ্যে তাদের একটি ভিডিও পোস্ট করা হয়। যেটি মূলত নিউইয়র্ক থেকে ফ্লোরিডা পৌঁছানোর ফ্লাইট। সেখানেও বৃষ্টির মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় দলকে।

আসলে ফ্লাইটে তাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে মহম্মদ সিরাজ এবং চাহলের মধ্যে তর্ক শুরু হয় সিঙ্গারা খাওয়া নিয়ে। প্রথমে সিরাজ জিজ্ঞেস করেন সিঙ্গারা কেমন ছিল? যার উত্তরের চাহল বলেন সিরাজ নাকি চারটে সিঙ্গারা খেয়েছেন। তবে এরপরই সিরাজ বলেন না তিনি দুটো সিঙ্গারা খেয়েছেন।

সেগুলো খুবই ভালো ছিল। আসলে তাদের মধ্যে এরকম খুনসুটি লেগেই থাকে। যা দেখে বেশ মজা পেয়েছেন দর্শকেরা। উল্লেখযোগ্য, চলতি বছরের বিশ্বকাপে পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকাকে হারিয়েছে ভারত। যদি আমরা পয়েন্ট টেবিল দেখি তাহলে সুপার-৮ এ এখনো তাদের আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে।