গরমের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। একেই তীব্র তাপপ্রবাহ অন্যদিকে বাতাসে আর্দ্রতা, সবমিলিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় এয়ার কন্ডিশনার। তবে আপনি যদি একটি ঘরে এসি না লাগিয়ে একটি সেন্ট্রাল এসি লাগান তাহলে সেটা সবথেকে ভালো বিকল্প হবে আপনার জন্য।
সেন্ট্রাল এসি হলো এমন একটি এসি যা শপিং কমপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা বড়ো অফিসে লাগানো থাকে। অনেকগুলো স্প্লিট এবং উইন্ডো এসির কাজ করতে সক্ষম এই এসি। আপনি এই এসি পুরো বাড়ির জন্য ইন্সটল করতে পারেন।
এবার হয়তো ভাবছেন এই সেন্ট্রাল এসি লাগাতে অনেক টাকা খরচ হবে? কিন্তু না এই এসি লাগালে আপনার খরচ অনেকটাই কম হবে। আপনি যদি 2BHK ফ্ল্যাটে থাকেন তাহলে আপনার স্প্লিট এসি লাগাতে খরচ হবে ২.৫ লাখ টাকা।
কিন্তু আপনি যদি একটি সেন্ট্রাল এসি লাগান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা। এই একটি সেন্ট্রাল এসি আপনার পুরো ফ্ল্যাট স্প্লিট এসির তুলনায় অনেক দ্রুত ঠান্ডা করবে। আপনি যদি ১০০০ স্কোয়ার ফুটের 2BHK ফ্ল্যাটে থাকেন তাহলে একটি সেন্ট্রাল এসি পুরো ফ্ল্যাটকে ঠান্ডা করে দেবে।
আপনাকে আলাদা রুম এবং হলের জন্য এসি ইনস্টল করতে হবে না। আর এই সেন্ট্রাল এসির সবথেকে বড়ো সুবিধা হলো এটিতে আপনি বিভিন্ন রুম এবং হলের জন্য বিভিন্ন তাপমাত্রা সেট করতে পারবেন।