গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আর এরপর থেকে সংবাদমাধ্যমে উঠে এসেছে নানান খবর। কোনো পড়ুয়া কোনোরকম গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা করে সাফল্য পেয়েছে। আবার কেউ কোনোরকম বাঁধাধরা নিয়ম ন, মনের ইচ্ছেতে যতক্ষণ পড়তে ইচ্ছে হয়েছে ততক্ষণ পড়েছে এবং সাফল্য পেয়েছে। তবে সম্প্রতি যে খবর সামনে এসেছে তাতে দেখা গিয়েছে দুই যমজ ভাই তাদের নম্বরেও মিল রয়েছে।
দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৭৭। জন্মের কয়েক মিনিটের ব্যবধান রয়েছে তাদের। তবে দুই ভাই দেখতেও একরকম ও চেহারাও একইরকম। এর পাশাপাশি তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরও এক। কিন্তু আগামী দিনে তাদের পথ হয়তে বেঁকে যাবে। কারণ এক ভাই ডাক্তার হতে চায় এবং আরেকজন ইঞ্জিনিয়ার।
ওই দুই যমজ ভাই হলো মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন। তারা এতদিন একইসাথে পড়াশোনা ও খেলাধুলা করেছে। এবং একইসাথে মাধ্যমিক দিয়েছে। এরপর ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে তাদের প্রাপ্ত নম্বরও একই। বাংলায় দু’জনেই পেয়েছে ৯৮, ইংরেজিতে ৯২ ও জীবন বিজ্ঞানে ৯৭।
এর পাশাপাশি তারা দুই ভাই ভৌত বিজ্ঞানেও একই নম্বর পেয়েছে। ছেলেদের এই সাফল্যে তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজেশ্বর হোসেন জানান, “আল্লা আমাকে সব সমান সমান দিয়ে পাঠিয়েছে। জন্মের মতনই তারা যমজ নম্বর পেল।”
তাদের মা নবীনা হোসেন জানান, “ওদের যমজ ভাবনার মতনই একজোড়া একই রকম নম্বর। এবার বড়টা ডাক্তার হতে চাইছে। ছোটটা ইঞ্জিনিয়ার। আমি ওদের স্বাধীনতাকেই গুরুত্ব দেব।” এর পাশাপাশি কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরি জানান, “তারা স্কুলের ডবল গৌরব।”
আরও পড়ুন,
*ফ্যানের স্পিড কমে গেছে? কি করলে বন বন করে ঘুরবে ফ্যান
*বিরল প্রজাতির হাঙর, পেটে রয়েছে কুসুম