আশির দশকে সিনেমা জগতের তারকারা সেভাবে সাহসী লুকে ধরা দিতপন না। সেইসময় বিকিনি বা ওইজাতীয় পোশাক ছিল সমাজের চোখে নীচু ধরনের। তাই সেইসময় গুটিকয়েক যে অভিনেত্রীরা এই সাহস দেখিয়েছেন তার মধ্যে একজন হলেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন।
সাহসী পোশাক ও সাহসী দৃশ্যে মুনমুন সেনকে দেখে ঝড় ওঠে। সেইসময় তিনি টলিউড থেকে বলিউডে রাজত্ব করছেন। সকলের মনে তিনি সেইসময় জায়গা করে নিয়েছিলেন। জনপ্রিয় হয়ে ওঠার দরুন তাকে সংবাদমাধ্যমের লাইমলাইটে দেখা গিয়েছে। তবে মুনমুন সেনের মা সুচিত্রা সেন কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাসী ছিলেন না।
তাই মুনমুনের পোশাকের উপর তিনি কোনোরকম নিষেধাজ্ঞা আনেননি৷ আর সেই কারণে মুনমুন এসব নিয়ে বিশেষ ভাবেননি। বরং যেটা পরতে ইচ্ছে হয়েছে সেটিই পরেছেন তিনি৷ তবে তার পোশাক পরাতে কেউ কিছু বললে সেটি ঠিক অভিনেত্রীর কানে পৌঁছে যেতো।
এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি খুব স্বাভাবিক উত্তর দিতেন। তেমনই একবার ডিডি বাংলায় একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন খোলামেলা পোশাক বলতে সুইমিং স্যুট। তার মা সুচিত্রা তাকে সাঁতারে ভর্তি করিয়ে দিয়েছিলেন তাই এইরকম পোশাকে তার কোনো অস্বস্তি হতো না।
বরং তিনি জানান, “মা কোনওদিন সেভাবে পোশাক নিয়ে আমায় কিছু বলেননি, আমি সাঁতার শেখাতাম, তাই একটা শর্ট, একটা খোলামেলা পোশাককে আমার সাহসী বলে মনে হয়নি। যে যাই বলুক, সরাসরি আমায় এসে কেউ কিছু বলতেন না”।