kmc 20240803 163336 YBhb6U2963

টলি পাড়ার অভিনেতা এবং তার পাশাপাশি একজন বিধায়ক তিনি। তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসে সকলকে চমকে দিয়েছেন কাঞ্চন মল্লিক। টলিউডের ছোটো পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তৃতীয়বার বিয়ে সারেন কাঞ্চন। আর বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়৷ পোস্ট হওয়ার পর তা ট্রোল হতে বেশি সময় লাগেনি৷ কাঞ্চন ও শ্রীময়ীকে সকলেই ট্রোল করতে শুরু করেন।

তবে এসব যেনো গা সওয়া হয়ে গিয়েছে তাদের। তারা নিজেদের মতন ভালো থাকতে শিখে গিয়েছেন৷ সম্প্রতি মালদ্বীপ থেকে তারা ঘুরে এসেছেন। সেই ছবিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছে তাদের। কাঞ্চন ও শ্রীময়ীকে সমুদ্রের জলে নানান মূহুর্তে দেখা গিয়েছে। তৃতীয়বার বিয়ে করে কাঞ্চন যেনো আরও প্রাণবন্ত হয়ে উঠেছেন।

দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গিয়েছে তাদের বিয়ের। বর্তমানে গোটা দেশ জুড়ে বর্ষায় নাকাল অবস্থা। তারই মাঝে ঘরের মধ্যে খুশির মূহুর্ত খুঁজে নিলেন কাঞ্চন ও শ্রীময়ী। আর মূহুর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারা৷ কীভাবে সেই রাতটি কাটালেন তা শেয়ার করে নিলেন সমাজ মাধ্যমে। এদিন শুক্রবার ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সেই ভিডিওটির ইউটিউব লিঙ্ক পোস্ট করলেন শ্রীময়ী।

Screenshot 20240803 1229102 ztGhnXQH6E

আরও পড়ুন,
*‘কাঞ্চন ভীষণই মুখচোরা!’ স্বামীর গোপনা কথা ফাঁস শ্রীময়ীর

যেই ভিডিওতে দেখা গিয়েছে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। বৃষ্টির রাত তাই সকলেই হয়তো ভেবেছেন পকোড়া বা পিঁয়াজি ভাজা হবে৷ কিন্তু তা নয়৷ সকলকে অবাক করে দিয়ে তালের বড়া ভাজার প্রস্তুতি চলছে। আর সেটি ভাজছেন শ্রীময়ীর মা। আর সেই তালের বড়া খেয়ে মে ও জামাই শাশুড়ীর প্রশংসায় পঞ্চমুখ।

Screenshot 20240803 1229242 Uzc07TmV7F

শ্রীময়ীর কথায়, “দারুণ খেতে হয়েছে। নরম, তুলতুলে।” অপরদিকে কাঞ্চনের কথায়, “অসাধারণ! এর থেকে ভালো তালের বড়া আর হতেই পারে না।” আর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

আরও পড়ুন,
*মায়ের ফেলে রাখা কাজ সম্পন্ন করলেন অপরাজিতা আঢ্য, বেশি বয়সে দাদার বিয়ে দিলেন অভিনেত্রী