kmc 20240803 173232 IGfQmij98y

বলি পাড়ার জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। একসময় পরপর একাধিক ছবিতে অভিনয় করলেও তিনি এখন অনেক ভেবেচিন্তে চিত্রনাট্য বাছাই করেন। তার বলিউডে জনপ্রিয়তা প্রথম সারির না হলেও অনেকের কাছেই তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা। সম্প্রতি অভিনেতা একটি পডকাস্টে অংশগ্রহণ করেছেন। সেখানেই সম্পর্ক নিয়ে জটিলতার কথা ও সঙ্গীর মনস্তাত্ত্বিক দিকও তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে রনবীর আল্লাহবাদিয়ার সঙ্গে খোলামেলা আলোচনা করতে দেখা গেলো অভিনেতা অর্জুন রামপালকে। এই সাক্ষাৎকারে অভিনেতা সম্পর্ক, বিচ্ছেদ, প্রতারণা সবকিছুই তুলে ধরলেন। তিনি এই বিষয়ে কী ভাবছেন সেটিও শেয়ার করতে ভুললেন না। তার মতে, প্রতারণা আসলে নেশার মতন। একটি জীবন এবং তাতে সঙ্গীর সঙ্গে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা উচিত।

তিনি বলছেন, “আমি প্রেম করতে ভালোবাসি। আমি মনে করি প্রেম করা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হ্যাঁ, পাশাপাশি আমি এও মনে করি একজন সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন কারুর সঙ্গে এক বিছানায় শোবেন, শারীরিক ভাবে ঘনিষ্ট হবেন, তখন আপনি বুঝতে পারবেন না যে সেখানে একটা বড় শক্তির বিনিময় হচ্ছে। আপনি সেই মানুষটার কাছ থেকেও শক্তি গ্রহণ করছেন, আবার সেও একই ভাবে আপনার কাছ থেকে শক্তি গ্রহণ করছে। আর এই শক্তি কিন্তু আপনার ডিএনএ-এর মধ্যেই কোথাও যাচ্ছে।”

প্রতারণার বিষয়ে অভিনেতা জানান, এটি একটি নেশার মতন। এটি মানুষ নিজেই তৈরি করে৷ অভিনেতার কথায়, “আমি এমন অনেক লোককে জানি যাদের অন্য মহিলার প্রয়োজন। তাতে তাঁরা দাম্পত্যে জীবনে যতই সুখে থাকুন না কেন, তাঁদের বিয়ে যতই সুখের হোক না কেন। আমি জানি না, তাঁরা কেন এরকম করেন। তাঁদের মধ্যে এটা তাঁদের জীবনে নতুন উত্তেজনা নিয়ে আসে। কিন্তু এটা আসলে তা নয়, কেবল একটা নেশাই, যা আপনাকে টেনে নিয়ে যাবে।”

অভিনেতা ব্যক্তিগত জীবনে একবার বিয়ে করলেও এখন তিনি সম্পর্কে রয়েছে গ্যাব্রিয়েল ডেমেট্রিয়েডসের। তিনি প্রথম বিবাহ করেন ১৯৯৮ সালে। মেহর জেসিয়াকে বিবাহ করেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দু’টি মেয়ে রয়েছে। এরপর অর্জুন ফের আরেকটি সম্পর্কে জড়ান। আর তিনি হলেন গ্যাব্রিয়েল ডেমেট্রিয়েডস। তাদের দুই ছেলে রয়েছে। যদিও একে অপরকে বিয়ে করেননি তারা। কারণ অর্জুন মনে করেন বিয়ে শুধুমাত্র একটি কাগজে দুইজনের সই।

আরও পড়ুন,
*নরম তুলতুলে, মুচমুচে! বর্ষার রাতে কাঞ্চনকে কি খাওয়ালেন শ্রীময়ীর মা