বৃষ্টিভেজা কলকাতায় আবারও ফিরে এল মৃত ঐন্দ্রিলার স্মৃতি, দিদি ঐশ্বর্য তৈরি করলেন এই ভিডিয়ো

kmc 20240803 213039 9gvqRtvX6j

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। বর্তমানে তিনি না ফেরার দেশে। তিনি হলেন ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সে মারন রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন তিনি। দেখতে দেখতে তার মৃত্যুর প্রায় দুই বছর কেটে গিয়েছে। সকলে তাকে ভুলে গেলেও ভোলেনি তার পরিবার। ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন তারা। পরিবারের ছোটো সদস্যের অকালে মৃত্যু কেউ মেনে নিতে পারেননি।

তাই তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পাওয়া যায় পোস্ট। ঐন্দ্রিলার জীবিতকালে বানানো ভিডিও বা তুলে রাখা ছবি পোস্ট করা হয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি পরিবারের কেউ ব্যবহার করেন। ঐন্দ্রিলার দিদি হলেন ঐশ্বর্য। তিনি পেশায় একজন ডাক্তার। পরিবারের সকলেই ডাক্তার হলেও সেই ছক ভেঙে ঐন্দ্রিলা হয়েছিলেন অভিনেত্রী।

কিন্তু বেশি কাজ করতে পারলেন না। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তাই এবার বোনের ইচ্ছেকে বাঁচিয়ে রাখতে প্রযোজনা সংস্থা খুললেন দিদি ঐশ্বর্য। কাজের ফাঁকে সময় বের করে তৈরি করে ফেললেন একটি মিউজিক ভিডিও। ৪ মিনিট ১৮ সেকেন্ডের মিউজিক ভিডিওটি শুক্রবার ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশনস’ চ্যানেলে আপলোড করা হয়েছে।

গানটির নাম ‘চাইলে হবো প্রেমিক’। এই গানটি প্রেম বিষয়ক। গানের নায়িকা হলেন ঐশ্বর্য। এটি মধ্য কলকাতার ময়দান চত্বরে শ্যুট করা হয়েছে। ঐশ্বর্যের সঙ্গে দেখা গিয়েছে প্রতীক যাদবকে। গানটি গেয়েছেন শুভ চট্টোপাধ্যায়। গানের কথা শুভরই। সঙ্গে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী।

আরও পড়ুন,
*দাম্পত্যে যতই সুখের হোক, অন্য মহিলার প্রয়োজন, পরকীয়া নিয়ে কি জানালেন অর্জুন রামপাল