Shubman Gill: ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমনের মোট সম্পত্তির পরিমাণ কত?

kmc 20240717 071417

ভারতীয় দলের এক নতুন নক্ষত্র তিনি৷ একের পর এক খেলাতে তার দাম বাড়ছে ক্রমশ। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি শেষ হয়েছে। আর এই সিরিজে নেতৃত্ব দিয়েছেন তরুণ ভারতীয় ক্রিকেট খেলোয়াড় শুভমন গিল। শুভমনের নেতৃত্বে খেলা শুরু হলে দ্রুত ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। এদিকে শুভমনের প্রথম নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ তাই স্নায়ুর চাপ ছিলই।

তবে পরের ম্যাচ থেকে চাপটা আর দেখা যায়নি। বরং তার নেতৃত্ব ভালো ফল করেছে ভারত। এর পাশাপাশি ব্যাট হাতেও দারুণ খেলেছেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজের পর ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এরপর থেকে আলোচনার কেন্দ্রে রয়েছেন শুভমন গিল। এমন কথা শোনা যাচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি নেতৃত্বের ভার দেওয়া উচিত হবে কিনা শুভমনের হাতে।

গত আইপিএল খেলায় গুজরাট টাইটান্সের তরফে শুভমনকে দলের অধিনায়ক করা হয়৷ খেলায় তিনি ব্যাটে ও অধিনায়কত্বে দারুণ পারফরম্যান্স দিয়েছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে শুভমনের দাম ক্রমেই বেড়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মাত্র ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বয়সের তুলনায় কেরিয়ার যেনো অনেকটাই আগে দৌড়ে চলেছে।

আলোচনায় কেন্দ্রে যেমন উঠে আসছেন তিনি তেমনই সম্পত্তির পরিমাণ ক্রমে বেড়ে চলেছে তার৷ অনেক কম বয়সেই মনস্থির করেছিলেন ক্রিকেটই হবে তার পেশা। এর পাশাপাশি তার বাবা তাকে বলেছিলেন ৭৫ শতাংশ ক্রিকেটে ও ২৫ শতাংশ পড়াশোনায়। তার বাবা শুভমনের স্কুলেও কথা বলে রেখেছিলেন। আর তারই ফল পাচ্ছে আজ গোটা দেশ।

এই তরুণ ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ এখনই তার বয়সে দ্বিগুণ। তার আয়ের মূল উৎস বোর্ডের কেন্দ্রীয় চুক্তি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ শুধু টাকা নয়, রয়েছে পাঞ্জাবে বিলাসবহুল বাড়ি ও গ্যারেজে নামি-দামি কোম্পানির গাড়ি।