kmc 20240807 141546 RM4zU9cd1B

টলি পাড়ার জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। রাজের ঘরনী হওয়ার পর থেকে তার পরিচালনায় একাধিক ছবিতে শুভশ্রীকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। রাজ পরিচালিত ও শুভশ্রী অভিনীত সবচেয়ে হিট ছবি হলো ‘পরিণীতা’। এই ছবিতে শুভশ্রীর অভিনয় প্রশংসা পেয়েছে। এবার ফের তাদের যুগলবন্দী আসতে চলেছে বড় পর্দায়।

Snapinsta.app 452381420 2468850293310966 8929360875179138261 n 1080 t6b2WHII28
শুভশ্রী গাঙ্গুলি

রাজ চক্রবর্তী পরিচালিত বুদ্ধদেব গুহ-এর উপন্যাস অবলম্বনে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাবলি’। এই ছবিতে ‘বাবলি’-এর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এর পাশাপাশি তার সঙ্গে ছবিতে এই প্রথম জুটি বাঁধতে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে। ছবিতে আরেকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন সৌরসেনী। এবার শুভশ্রীর কাঁধে বাড়তি দায়িত্ব। তিনি এবার ছবির সহ-প্রযোজক।

ছবিটি একটি নিখাদ প্রেমের গল্প। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই আগস্ট। তাই ছবি মুক্তির আগে তার প্রোমোশনের জন্য শহরের একটি রেস্তোরাঁয় হাজির হলো ‘বাবলি’-এর টিম। আর এই আড্ডায় শুভশ্রী রাজকে নিয়ে একটি তথ্য ফাঁস করলেন। এদিন শুভশ্রীকে দেখা গিয়েছে সাদা এমব্রয়ডারি করা সুতির শাড়িতে ও সঙ্গে মানানসই ব্লাউজ।

এর পাশাপাশি শুভশ্রীকে দেখা গিয়েছে খোলা চুলে সাদা গোলাপ গোঁজা সাজে। ছবিতে তার চরিত্রে তিনি যেমন ভাবে ধরা দিয়েছেন ঠিক সেভাবেই যেনো এদিন তাকে দেখা গেলো। অপরদিকে আবীরকে দেখা গিয়েছে খয়েরি শার্ট ও ঘিয়ে রঙের প্যান্টে। ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করা সৌরসেনীকে দেখা গেলো লাল রঙের পোশাকে। এর পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজ চক্রবর্তী ও সঙ্গিত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

আরও পড়ুন,
*‘৩ বছর পর যমজ সন্তান জন্ম দিয়েছি’, যে কারনে ইয়ালিনির মুখ দেখাচ্ছেন না রাজ-ঘরণী শুভশ্রী

এই প্রথম বড় পর্দায় জুটি বেঁধেছেন আবীর ও শুভশ্রী। তাদের জুটির রসায়ন দেখার জন্য আগ্রহী দর্শকেরা। এদিন রাজের সঙ্গে আবীরকে খুনসুটিতে মত্ত থাকতে দেখা গিয়েছে। সেইসময় হঠাৎ শুভশ্রী বলেন, “রাজ ভালো প্রেম করতে পারে।” কিছু সময়ের জন্য ভ্যাবাচ্যাকা খেয়ে যান রাজ। ফের শুভশ্রী বলেন, “আমার সঙ্গে যেভাবে প্রেমটা করে সেটা দুর্দান্ত।” সব মিলিয়ে ছবির প্রোমোশনের অনুষ্ঠান জমে উঠেছিল। ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই আগস্ট। ওইদিন মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’।

আরও পড়ুন,
*অন্তর্বাস নিয়ে ছবি তোলা ছেলেটি নয়, বাংলাদেশের মুখ শহিদ ছাত্ররা! লিখলেন শ্রীলেখা