দীর্ঘদিন ধরে সংরক্ষণ সংস্করণের দাবিতে ছাত্র আন্দোলন দেখা গিয়েছে বাংলাদেশে। অবশেষে সেই আন্দোলন পরিণত হয়েছে ভয়াবহ নৃশংসতায়। গত সোমবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন৷ আর তারপর দেশ জুড়ে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত রক্তক্ষয়ী প্রতিহিংসায় নেমে এসেছে।
এরই মাঝে সরকারি নির্দেশিকা জারি করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ী ভাবে মুক্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদও ভেঙে দিয়েছেন। দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছে। লুঠপাট, খুন, ছিনতাই বেড়ে গিয়েছে দেশ জুড়ে।
ছাত্র আন্দোলনে গোটা দেশের মানুষ প্রথম থেকেই সঙ্গে ছিলেন। কিন্তু সেই আন্দোলন এখন যে ভয়াবহ রূপ নিয়েছে তা দেখে শঙ্কিত বাংলাদেশের সকল নাগরিক। এদিকে এই অবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছে ঢালিউড অভিনেত্রী পরীমণির দিন। ছেলেমেয়েদের নিয়ে তিনি বাড়িতেই আছেন। সংবাদমাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি সংবাদমাধ্যমকে জানান, “বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে বসে আছি। রাস্তায় একটাও লোক নেই। কী হবে জানি না। দমবন্ধ হয়ে আসছে।” সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরীমণি লেখেন, “শান্তি চাই! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না!’
তিনি আরও লেখেন, “ভাবুন, বাড়ির বারান্দায় পর্যন্ত দাঁড়াতে পারছি না! এ ভাবে থাকা যায়!” আফসোস তাঁর। তিনি বললেন, “আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।” গোটা দেশের বর্তমান পরিস্থিতি দেখতে দেখতে শরীর খারাপ হয়ে গিয়েছে অভিনেত্রীর। তার কথায়, “হাতে অনেক কাজ, কতদিন এভাবে থাকব জানি না।”
আরও পড়ুন,
*‘ভালো প্রেম করতে পারে’, শুনে ভ্যাবাচ্যাকা খেলেন রাজ! কার কথা বললেন শুভশ্রী?