এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় তারকা মোশাররফ করিম। তিনি জানিয়েছেন, “সহজ কথা, আর রক্ত দেখতে চাই না।” দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে আসা ছাত্র আন্দোলনে তিনিও সামিল হয়েছিলেন। ছাত্রদের পক্ষ থেকে সরকারের প্রতি সংরক্ষণ সংস্করণের যে দাবি তাতে শরিক ছিলেন অভিনেতা। কিন্তু গত সোমবার থেকে গোটা দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।
সোমবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়েছেন। আর তারপর গোটা দেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শেষ দুই দিনে বাংলাদেশের অবস্থা দেখলে শিউরে উঠতে হয়। ইতিমধ্যে ৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন যা গণভবন নামে পরিচিত তাতে আর অবশিষ্ট বলতে কিছু নেই। সকলেই সেখান থেকে কিছু না কিছু নিয়ে ফিরেছেন।
এর পাশাপাশি সেই দেশের সংসদ কক্ষকে শ্মশানে পরিণত করেছেন বিক্ষোভকারীরা। গোটা দেশ জুড়ে এই পরিস্থিতি দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে এসেছে অত্যাচার। বাড়ি ভাঙচুর ও খুনের মতন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। গোটা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের উপর। এর পাশাপাশি হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছে অনেক জায়গায়।
তবে সেই দেশের মুসলিম ভাইয়েরা হিন্দু মন্দির রক্ষা করছেন এমন ছবিও ভাইরাল হয়েছে। এরই মাঝে রক্ত ঝড়ার যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা যেনো ভুলতে পারছেন না মোশাররফ করিম। অভিনেতা প্রকাশ্যে জানিয়েছেন এসব তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি টেনশনের রোগী হয়ে যাচ্ছেন। তিনি এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন।
তাকে বলতে শোনা গিয়েছে, “শান্তি চাই। আপনারা কেউ চান এই রক্তঝরা দেখতে? নিশ্চয়ই চান না। আমিও তাই একই রকম আর এসব দেখতে ভালো লাগছে না। শান্তিতে থাকতে চাই। এই খুন-রক্তঝরা এসব দেখে রোগী হয়ে যাচ্ছি। হাইপারটেনশন ধরে যাচ্ছে। সহজ কথা, আর রক্ত চাই না।”
আরও পড়ুন,
*‘দমবন্ধ হয়ে আসছে’, রণভূমি বাংলাদেশ! কি জানালেন পরীমণি?