সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর গোটা দেশ জুড়ে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। দিকে দিকে আগুন জ্বলছে। মৃত্যু মিছিল, খুন, লুঠপাট সহ চূড়ান্ত অরাজকতার সৃষ্টি হয়েছে। আপাতত বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় নেই। তাই উগ্রবাদীদের কার্যকলাপ যেনো আরও বেড়ে গিয়েছে। যদিও নতুন সরকার গঠনের কাজ চলছে। তবে এসবের মাঝেও দিকে দিকে আগুন জ্বলছে।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতন নেমে এসেছে। একাধিক হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া সহ হিন্দু ধর্মের যারা তাদের বাড়ি ভাঙচুর করা ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইস্কন মন্দিরে হামলা চালানো হয়েছে।
সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। দেবদেবীর মূর্তি ভাঙচুর করার পর তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে গোটা মন্দির দাউদাউ করে জ্বলছে। তবে কাকতালীয়ভাবে ভগবত গীতার কোনো ক্ষতি হয়নি। গোটা মন্দির পুড়ে গেলেও ধর্মগ্রন্থটির কিছু হয়নি। আর এই বিষয়টি সকলকে চমকে দিয়েছে। অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলে দাবি করেছেন।
আরও পড়ুন,
*উত্তপ্ত বাংলাদেশ, নিখোঁজ ফেরদৌস! সন্ধান মিলল কী?
হাসিনা সরকারের পতনের পর হিন্দু ধর্মের মানুষের উপর যেমন অত্যাচার নেমে এসেছে তেমনই আওয়ামী লীগের কর্মীদের উপর নেমে এসেছে নির্যাতন। এক ভিডিওতে দেখা গিয়েছে উগ্রবাদীদের কাছে চিৎকার করে প্রানভিক্ষা করছেন। আবার অনেক জায়গায় মুসলিম ভাইয়েরা মন্দির রক্ষা করার জন্য জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Hindus under attack by Islamic fundamentalists in Bangladesh in the name of student protests. Isckon and Kali temples burnt down. pic.twitter.com/pEnJPSA4fb
— Kalyan Raman (மோடியின் குடும்பம்) (@KalyaanBJP_) August 5, 2024
জানা যাচ্ছে আপাতত তিনি দিল্লির সেফ হাউসে রয়েছেন। পশ্চিমী দেশগুলিতে আশ্রয় নিতে পারেন তিনি। তবে তার আশ্রয় প্রত্যাখ্যাত করেছে ব্রিটেন ও আমেরিকা। মনে করা হচ্ছে, আগামী দিনে হাসিনা রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবেন কিনা। আমেরিকার মতন বাকি পশ্চিমী দেশগুলিও একই পথে হাঁটবে কিনা তা দেখার অপেক্ষা।
আরও পড়ুন,
*‘আর রক্ত দেখতে চাই না’, ক্ষতবিক্ষত বাংলাদেশ! হাইপারটেনশন ধরছে মোশাররফ করিমের