সম্প্রতি বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জানালেন শিল্পী হিমেশ রেশমিয়ার কোন বিষয়টি তার ভীষণই ভালো লাগে! বেশ কিছু সময় আগে ‘কফি উইথ করণ’ টকশো’তে হাজির হয়েছিলেন তিনি। যেখানে তার জীবনের নানান তথ্যের পাশাপাশি অন্যান্য তারকাদের সম্পর্কে মুখ খুলতে দেখা যায়।
সেখানেই হিমেশের সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে। যখন জাহ্নবী বলেন, ”আমার মনে হয় হিমেশ রেশমিয়ার সবথেকে মজাদার বিষয়টি হলো তিনি তার বাইসেপ তৈরি করেন ‘তন্দুরি নাইটস’ গানটি গাইতে গাইতে। আমার এই বিষয়টা সবথেকে ভালো লাগে। আমি তার এই বিষয়টাকে ভালোবাসি।’
এই পর্বের ছোট্ট একটি অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘এই গানটা আমি একাধিকবার শুনলাম জাহ্নবীর মুখে তন্দুরি নাইটস শোনার জন্য।’ আর একজন লিখেছেন, ‘তার তন্দুরি নাইটস বলাটা ভীষণ মিষ্টি।’
সব মিলিয়ে বলতে গেলে এই ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য, জাহ্নবী বরাবর মজা করতে পছন্দ করেন। তার সহ-অভিনেতাদের সাথেও খুনসুটিতে মেতে ওঠেন তিনি। সেরকমই মজার ছলে এরকমভাবে তাকে বলতে দেখা গিয়েছে শো’তে।
অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘উলঝ’। যেখানে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছে তাকে। এই সিনেমায় তার অভিনয় ভীষণ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। আগামী দিনও বেশ কয়েকটি কাজে দেখা যাবে তাকে। আর যদি আমরা তার ব্যক্তিগত জীবন দেখি তাহলে তিনি সম্পর্কে আবদ্ধ রয়েছেন শিখর পাহাড়িয়ার সাথে।