বিবাহ মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে একসাথে পথ চলার অঙ্গীকার এই বিবাহবন্ধন। শুধুমাত্র দুটি মানুষই নন দুটি মানুষের পরিবারের মেলবন্ধন ঘটায় বিবাহ। তবে একটি বিবাহ তখনই সফল হয় যখন দুটো বিপরীত মানুষের মন ও শরীর মিলেমিশে একাকার হয়।
যার একটির মিল না হলেই সংসারে অশান্তি শুরু হয়ে যায়। ফলস্বরূপ মিথ্যাচার, পরকীয়া ইত্যাদি মাথাচাড়া দিয়ে ওঠে। আজ আমরা এমন তিন ধরনের মহিলার কথা বলবো যাদের সংসারে অশান্তি লেগেই থাকে। আসলে এই তিন অক্ষরের মহিলারা কখনো সংসারে সুখী হন না।
‘স/শ’ (S)
এই ধরনের মহিলারা নিজেরা নিষ্ঠা সহকারে সংসার করেন। তবে স্বামীর প্রতি বেশি পজেসিভনেস থাকায় তা সংসারে অশান্তি ডেকে আনে। এরা স্বামীকে অতিরিক্ত সন্দেহ করেন। যদিও সংসারের প্রতি তারা যত্নশীল হন।
‘অ/আ’(A)
এই ধরনের মহিলাদের ভালোবাসার চাহিদা অনেক বেশি থাকে। আর এই একটি কারণই তাদের সংসারে অশান্তি ডেকে আনে। তাদের আশা-আকাঙ্ক্ষা এতোটাই প্রবল যে তার স্বামীর কাছে সেটি না পূর্ণ হলে রেগে যান তারা। সবসময় চান যে কোনো কাজ করার আগে যেন তাদের স্বামীরা তাদের কাছে পরামর্শ নেন। তা না করলেই অশান্তি শুরু হয়।
‘ক’(K)
এই অক্ষরের মহিলারা ভীষণই সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন। নিজের সংসার দায়িত্বশীল ভাবেই পালন করেন। যে কোনো সমস্যা আসলে তারা নিজেরাই সমাধান করেন। তবে কিছু কথা তারা স্বামীর কাছ থেকে লুকিয়ে যান এবং তারা চান তাদের স্বামীরা যেন তাদের কথামতো চলেন। নাহলে বাড়িতে সমস্যা সৃষ্টি হয়।
আরও পড়ুন,
*এক রাত সুখ দিতে কত নেন স্বস্তিকা মুখার্জি? কি জবাব অভিনেত্রীর
*এই গরমে চুল বাঁধবেন কিভাবে? জানুন কায়দা