প্রতিটি গ্রহ প্রতি বছর তাদের বিভিন্ন রাশিতে ভ্রমণ করে। আর এরফলে কিছু কিছু রাশির জাতকের উপর তার প্রভাব পড়ে। তেমনই এবার বৃহস্পতি বৃষ রাশিতে গমন করতে চলেছে। আর এরফলে প্রভাবিত হবেন বেশ কিছু রাশির মানুষেরা। আগামী ১লা মে বৃহস্পতি গোচর করবে এবং শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই গমন তিনটি রাশির উপর প্রভাব ফেলবে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর প্রভাব ফেলতে পারে এবং কী কী প্রভাব পড়তে পারে।
কর্কট রাশি – বৃহস্পতি গ্রহের গমনে কর্কট রাশির জাতকের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। এই রাশির মানুষের জীবনে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নতুন উৎস থেকে অর্থ আসবে। ব্যবসায়িক কাজে ভ্রমণের সুযোগ হতে পারে। প্রেমের জীবন সুখের হতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
বৃষ রাশি – এই রাশির জাতকদের জীবনে বড় প্রভাব লক্ষ্য করা যাবে। কুবের যোগ তৈরি হতে পারে। এই রাশির জাতকের বৈষয়িক সুখের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত জীবনে সাফল্য লাভ করবেন। কর্মজীবনে ঘটে চলা সমস্যার সমাধান হবে। এর পাশাপাশি এই রাশির জাতকেরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন ও অর্থনৈতিক সচ্ছলতা আসবে। এর পাশাপাশি শারীরিক ও মানসিক সমস্যা দূর হবে।
কন্যা রাশি – কুবের যোগের ফলে এই রাশির জাতকদের ধনসম্পদ ও সুখ সমৃদ্ধি ভরে উঠবে। অর্থনৈতিক সচ্ছলতা আসবে। বস্তুগত আরাম ও আয়েশ বাড়বে। কর্মজীবনে এগিয়ে যাবেন ও কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। সমাজে সম্মান বাড়বে ও আপনার ব্যক্তিত্ব উন্নত হবে।
আরও পড়ুন,
*৩ প্রকার নারী নিজ স্বামীতে সন্তুষ্ট নয়
*এক রাত সুখ দিতে কত নেন স্বস্তিকা মুখার্জি? কি জবাব অভিনেত্রীর