শাহরুখের মা ফাতিমা পছন্দ করতেন প্রসেনজিতের বাবা বিশ্বজিৎকে! আগে জানতেন?

kmc 20240725 230450 kF3sOJnm8m

টলিপাড়ার অনেক তারকাই একসময় গোটা দেশের মানুষের কাছে আকর্ষণীয় ছিলেন। এখনের মতন আগেকার দিনে তারকাদের হাতের নাগাল পাওয়া কষ্টসাধ্য বিষয় ছিল। শুধুমাত্র সিনেমা ও টেলিভিশনের পর্দায় তাদের দেখতে পাওয়া যেতো। এভাবেই কত তারকাকে অনেক মানুষ তাদের মনের মধ্যে রেখে দিয়েছেন। তেমনই টলি পাড়ার এক তারকাকে পছন্দ ছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের মায়ের।

একবার অনুপম খেরের সঙ্গে মুখোমুখি বসেছিলেন শাহরুখ খান। সেইসময় চলছিল টক শো-এর অনুষ্ঠান। জীবনের নানান কথা আলোচনা হচ্ছিল সেখানে। বাবা, মা পরিবার সবকিছু নিয়েই আলোচনায় মত্ত ছিলেন শাহরুখ। অনেক ছোটোবেলায় তিনি তার বাবা ও মা’কে হারিয়েছেন।

যদিও তাদের পছন্দের সবকিছু তিনি মনে রেখে দিয়েছেন। এবার এই টক শোতেই শাহরুখ জানিয়েছেন তার মায়ের পছন্দ। তার মা লাতিফ ফাতিমা খান মনে মনে এক অভিনেতাকে পছন্দ করতেন। তিনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন,
*প্রয়াত বন্ধুর মা, ছুটলেন শাহরুখ-গৌরী, শেষ শ্রদ্ধা জানাতে হাজির রানী, শিল্পা

এই প্রসঙ্গে অনুপম খেরকে শাহরুক জানান, “আমায় মায়ের বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ভালো লাগত। তার রূপের প্রশংসা করতেন তিনি। মা চেয়েছিলেন আমি ওর মতন হই৷ বিশ্বজিৎ-এর উপর তৈরি ‘এপ্রিল ফুল বানায়া’ গানটি মা পছন্দ করতেন।”

এই প্রসঙ্গে অনুপম জানান, “সত্যি, বিশ্বজিৎ সেইসময়ের সুদর্শন অভিনেতা ছিলেন।” বিশ্বজিৎ চট্টোপাধ্যায় টলিউড ও বলিউড দুই জায়গায় জনপ্রিয় ছিলেন। তিনি টলিউডে একাধিক ছবি যেমন করেছেন তেমনি হিন্দি বলয়ে তার আধিপত্য দেখা গিয়েছে। বাংলায় কিছু ছবিতে অভিনয় করার পর মুম্বাই চলে যান। মুম্বাইতে ‘বিস সাল বাদ’, ‘বিন বাসল বরসাত’, ‘কোহরা’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন,
*বিবাহিত পুরুষ, সন্তানও নাকি রয়েছে, প্রেমে পড়লেন সাই পল্লবী! কি প্রতিক্রিয়া অভিনেত্রীর?