Sayak-Alokananda: মনোজিতের সঙ্গে সম্পর্ক কি ভেঙে গেল? ফের বিয়ে করলেন অলকানন্দা? ঘটনাটা কি? এবার কি সত্যি সত্যি সায়ককে বিয়ে করলেন অলকানন্দা? সম্প্রতি একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত প্রশ্নের ঝড় দর্শক মহলে।
সম্প্রতি রানা সরকার অলকানন্দা গুহ সায়ক চক্রবর্তীর একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সায়কের পরনে রয়েছে সাদা পঞ্জাবি এবং পায়জামা, গলায় মালা। আর অলকানন্দা গুহর পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, সোনার গয়না, শাখা পলা, মাথায় এক ফালি সিঁদুর। তাদেরকে দেখা গেছে বিভিন্ন আদুরে পোজ দিয়ে ছবি তুলতে। কখনও সায়কের বুকে মাথা ঠেকিয়ে তো আবার কখনও তাঁর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হেসে। তাহলে কি ব্যাপারটা সত্যি নাকি? সায়ককের সঙ্গে গারছর বাঁধলেন অলকানন্দা?
আরও পড়ুন,
*শাহরুখের মা ফাতিমা পছন্দ করতেন প্রসেনজিতের বাবা বিশ্বজিৎকে! আগে জানতেন?
*ভাইরাল উর্বশী রাউতেলার স্নানঘরের ২৩ সেকেন্ডের ভিডিও! কি জানালেন অভিনেত্রী?
একদমই না, সম্পূর্ণ ঘটনাটা নিছকি মজা করা হয়েছে। আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে রানা সরকারের করা পোস্টে অলকানন্দার কমেন্ট দেখেই। রানা সরকার মজা করে অলকানান্দার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন, ‘শুভেচ্ছা সায়ক এবং অলকানন্দা। মনোজিতের ভরসায় নতুন শুরুর শুভেচ্ছা।’ প্রসঙ্গত মনোজিৎ মজুমদার হলেন অলকানন্দার বেটার হাফ। এই ছবিগুলি আসলে অভিনেতার ব্লগের সময় তোলা হয়েছে।
https://www.facebook.com/share/p/AvH6qBvrHDTuugH6/?mibextid=oFDknk
যদিও সোশ্যাল মিডিয়া ছবিগুলি ভাইরাল হতেই একাংশ নেটিজেনরা বিয়েটা সত্যি বলেই ধরে নিয়েছেন। পাশাপাশি তাদেরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ, সুকান্ত কুণ্ডু, অলকানন্দা একসঙ্গে একাধিক ব্লগ আরো ইত্যাদি ইত্যাদি বানিয়ে থাকেন।
আরও পড়ুন,
*বিবাহিত পুরুষ, সন্তানও নাকি রয়েছে, প্রেমে পড়লেন সাই পল্লবী! কি প্রতিক্রিয়া অভিনেত্রীর?