পর্দায় চুমু খেলেই স্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়ে খুশি করতেন ইমরান! জানেন কি সেই উপহার?

kmc 20240726 094047 k4gnLVYL9R

পর্দায় ইমরান হাশমি যতবার কোনও অভিনেত্রীকে চুমু খেতেন তিনি ততবারই স্ত্রী পারভিনকে একটি বিশেষ উপহার দিতেন। কিন্তু কী সেই উপহার?

অনেকেই ইমরান হাশমিকে বলিউডের কিসার বয় হিসাবে জানেন। তিনি বহু সিনেমাতে একাধিক অভিনেত্রীর সঙ্গে চুমু খেয়েছেন, সে কথা সকলেরি জানা। কিন্তু অভিনেতা পর্দায় যতবার চুমু খেয়েছেন ততবারই তিনি তাঁর স্ত্রীকে একটি বিশেষ উপহারে ভরিয়ে দিতেন। কি উপহার দিতেন? স্ত্রী পারভিনকে নিয়ে শপিংয়ে গিয়ে তাঁকে হ্যান্ডব্যাগ কিনে দিতেন। কিন্তু এখন সেই রেওয়াজ বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন?

কেন হঠাৎ নিয়মে বদল আনলেন ইমরান?

কফি উইথ করণে এসে ইমরান খান জানিয়েছেন মার্ডার ছবিতে তাঁর এবং মল্লিকা শেরাওয়াতের ঘনিষ্ট মুহূর্ত দেখে এতটাই রেগে গিয়েছিলেন যে স্ত্রী পারভিন তাঁকে আছড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। তাঁর কাজের এই দিকটাকে স্ত্রী পারভিন মানতে পারেননি। তাই দুই দিকের তাল বজায় রাখতে ইমরান ঠিক করেন তিনি যতবারই পর্দায় চুমু খাবেন ততবার স্ত্রীকে নিয়ে শপিংয় করতে যাবেন আর তাঁর স্ত্রী তাঁর কার্ড থেকে প্রায় লাখ খানেক টাকা খরচ করবেন।

জনপ্রিয় অভিনেতা এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভাগ্যিস এই নিয়মের বদল হয়েছে, নইলে তাঁর ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যেতো। আজকাল হ্যান্ড ব্যাগের দাম যে আকাশ ছোঁয়া।

বর্তমানে শোটাইম নামক একটি সিরিজে ইমরান হাশমিকে দেখা যাচ্ছে। এর আগে ইমরান হাশমিকে দেখা গিয়েছিল টাইগার ৩ ছবিতে খলনায়ক চরিত্রে।

আরও পড়ুন,
গলায় মালা সিঁথিতে সিঁদুর, ৭ পাকে বাঁধা পড়লেন অলকানন্দা-সায়ক?