সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের চাহিদা কী পরিমাণ বেড়েছে তা আমরা সকলেই জানি। তাইতো এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা এরকম যানবাহন নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। সেরকমই একটি সংস্থা হলো ‘Ather’। সম্প্রতি তারা ‘Ather Rizta’ নামক স্কুটার লঞ্চ করেছে বাজারে। তারা মূলত ‘Ather Rizta S’ ও ‘Ather Rizta Z’ নামক দুটি মডেল লঞ্চ করেছে।
‘Ather Rizta S’এ একটি ছোটো ব্যাটারী প্যাক (2.9 kWh) রয়েছে। যেটি একবার চার্জ দিলে ১২১ কিমি (১০৫ কিমি আসল রেঞ্জ) পথ চলতে পারে। এটির ড্যাশবোর্ডে একটি 7.0 ইঞ্চি নন-টাচ ডিপভিউ ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘Ather Rizta Z’এ একটি বড়ো ব্যাটারী প্যাক (3.7 kWh) রয়েছে। যেটি সম্পূর্ণ চার্জে ১৬০ কিমি (১২৫ কিমি আসল রেঞ্জ) পর্যন্ত পথ যেতে পারবে। সাথে থাকবে 7.0 ইঞ্চি TFT টাচস্ক্রিন ডিসপ্লে।
দুটি মডেলেই রয়েছে ৫৬ লিটার স্টোরেজ। সাথে টেলিস্কোপিক ফর্ক, ১২ ইঞ্চি অ্যালয় ফ্রন্ট হুইল এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। রয়েছে LED টেইল লাইট। অন্যদিকে IP67 রেটিংয়ের ব্যাটারী প্যাকের ওয়াটার ওয়েডিং ক্যাপাবিলিটি ৪০০ মিমি। ফলে যে কোনো রাস্তাতেই এগুলি ভালোভাবে চলাচল করতে পারবে। দুটি স্কুটারেই বড়ো সিট দেওয়া হয়েছে। ফলে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ আরামে বসতে পারবেন। এই স্কুটারের দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে।
এই বিষয়ে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তরুণ মেহতা বলেন, ‘Ather Rizta-তে চালক এবং সহযাত্রীর ভালো ও চওড়া বসার জায়গা থাকবে। এছাড়া এই স্কুটারের স্টোরেজ স্পেসও ভালো।’
আরও পড়ুন,
*পর পুরুষের সঙ্গে ‘ভাইরাল’ দর্শনা, ভিডিও
*হাতে এই রেখা থাকেলই পরকীয়া, ডিভোর্স হবেই হবে! জানুন জোতিষশাস্ত্র মত