আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার রেষ কাটতে না কাটতে দেশের আরও একাধিক রাজ্যে ঘটে গিয়েছে ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনা। সম্প্রতি অসম, বদলাপুর, বিহারে একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এরই মাঝে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানালেন। কেন্দ্র সরকারের কাছে তিনি এমন দাবি জানিয়েছেন। আর তা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি।
ইতিমধ্যে দেশ জুড়ে আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। কলকাতার বুকে প্রথম সারির একটি ব্যস্ততম হাসপাতালে এক চিকিৎসক তরুণীর সঙ্গে তার কর্মস্থলে এমন ঘটনা ঘটার পর সকল মহিলা নিজেদের কর্মস্থল নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সমাজে মহিলাদের নিরাপত্তার দায় নিতে হবে প্রশাসনকে এমন দাবিও উঠেছে।
এরই মাঝে শুভশ্রী গাঙ্গুলি নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন।” আর জি কর কান্ডের আবহে প্রতিদিন সমাজে নারীদের নিরাপত্তা ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে গিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাবলি’-এর প্রচারে গিয়েও এই একই আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাকে।
গত রবিবার আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে টলিউডের তারকারা রাস্তায় নেমেছেন। সেখানে পা মিলিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এর পাশাপাশি রাজ চক্রবর্তীকেও দেখা গিয়েছে। আর তারপর সোশ্যাল মিডিয়ায় রাজকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। এদিকে শুভশ্রী নিত্যদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের মতন করে প্রতিবাদ করছেন।
এর পাশাপাশি তিনি একটি কবিতাও লিখেছেন। তিনি লিখেছেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” এরপর তিনি বলেন, “অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’। তারপর তিনি যোগ করেন, “দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”
আরও পড়ুন,
*শিল্পী অদিতির জন্মদিন, শুভেচ্ছা বার্তা অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের