প্যারাসুটে চেপে উপর থেকে পিরামিড দর্শন সোনাক্ষী-জাহিরের, রইলো ভিডিও

kmc 20240918 192337 n3qIJj3u2j

বিয়ের পর তিনি এমন সব জিনিস করছেন যা আগে কখনো করেননি, এর আগে তেমনটা জানিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি এবার সেরকমই এক কাণ্ডকারখানার ভিডিও তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গত জুন মাসে তিনি বিয়ে করেছেন ভিনধর্মী জাহির ইকবালকে।

এরপর থেকেই বিভিন্ন জায়গায় ঘোরা থেকে শুরু করে ভয়ংকর সব রাইডেও চড়তে দেখা গিয়েছে তাকে। আর এবার মিশরের পিরামিড দর্শনের ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি জানিয়েছেন কীভাবে মিশরের পিরামিড দেখার ভালো অভিজ্ঞতা লাভ করা যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে তারা প্যারাসুটে চেপে উপর থেকে পিরামিড দর্শন করছেন। কখনো স্বামী জাহিরের হাত ধরে হেঁটে চলেছেন আবার কখনো উপর থেকে অসাধারণ দৃশ্য উপভোগ করছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পিরামিড দেখার সবথেকে ভালো উপায় হলো সেগুলি উপর থেকে দেখা।’

‘ইজিপ্টের পুরনো স্মৃতি। সমস্ত মজাদার বিষয়গুলি আস্তে আস্তে প্রকাশ্যে আসবে। বিয়ে করার এটাই মজা।’ আসলে তিনি এটাই বলতে চেয়েছেন এতোদিন পর্যন্ত যা যা উপভোগ করতে পারেননি, স্বামীর সাথে সমস্ত জিনিস থেকে শুরু করে সেই সমস্ত স্থান ভ্রমণ করে উপভোগ করছেন।

এইতো কিছুদিন আগেই একটি রাইডে চড়ার ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় সমস্ত ভয় দূর করে স্বামীর সাথে রাইডের মজা নিচ্ছেন অভিনেত্রী। সেখানে জাহিরকে উদ্দেশ্য করে বলেছিলেন তার এই সাহসী মানসিকতা দেখেই তাকে বিয়ে করেছিলেন সোনাক্ষী।

আরও পড়ুন,
*প্রতিপদেই শুরু হবে বনেদি বাড়ির ৫১৮ বছরের পুজো, নবমী-দশমী সিঁদুর খেলা