শিল্পী অদিতি মুন্সির জন্মদিন উপলক্ষ্যে একটি ছবি স্টোরিতে দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক! আগে যদিও তিনি খুব একটা সক্রিয় ছিলেন না সোশ্যাল মিডিয়ায়, তবে শ্রীময়ী চট্টরাজ তার জীবনে আসার পর সোশ্যাল মিডিয়া বেশ ভালোভাবেই ব্যবহার করছেন তিনি।

সতীর্থদের শুভেচ্ছা জানানোই হোক বা বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করা কোনো দিক দিয়েই আর পিছিয়ে নেই কাঞ্চন। সেরকমই এবার তারই সহকর্মী অদিতি মুন্সির জন্মদিনে দু’জনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি হাসিমুখে বসে রয়েছেন তারা।

ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন অদিতি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।’ হয়তো অনেকেই জানেন অদিতি এবং কাঞ্চন একই দলের কর্মী, সে কারণেই তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাইতো বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কাঞ্চন।

এর আগে শ্রীময়ীর ভাইপোর জন্মদিনে গিয়েও একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন এই অভিনেতা। এছাড়াও শ্রীময়ী তাদের বেশ কয়েকটি অদেখা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লিখেছিলেন তাদের বন্ধুত্বের ১২ বছর পূর্ণ হয়েছে। এছাড়াও লিখেছিলেন কীভাবে অজান্তে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন তারা।

Screenshot 20240826 1510153 3Og7ZzH67g
কাঞ্চন মল্লিকের ইন্সট্রাগ্রাম স্টোরি

পাশাপাশি এও উল্লেখ করেছিলেন তাদের এই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার যাত্রা মোটেই সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পার করে একসাথে থাকতে পারছেন তারা। তবে তাদের মধ্যে যদি বন্ধুত্ব না থাকতো কখনোই সেটা নাকি সম্ভব হতো না। তাইতো হাজারো কটাক্ষ উপেক্ষা করে সুখে সংসার করছেন শ্রীময়ী-কাঞ্চন।

আরও পড়ুন,
*‘মেয়ের যোনিতে আমনার সমাজের সম্মান …!’ ফের গর্জে উঠলেন ঋতুপর্ণা