আগামী ১লা সেপ্টেম্বর মহামিছিলে অংশগ্রহণের ডাক দিলেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করে সে কথা জানিয়েছেন তিনি। আমরা সকলেই জানি আর.জি করে নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষ। ডাক্তার, উকিল, অভিনেতা থেকে শুরু করে সকল পেশার মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন।
এমনকি সোশ্যাল মিডিয়াতেও নিজেদের মতো করে প্রতিবাদ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। আর এবার ১লা সেপ্টেম্বর এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। সেই তথ্য নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন শোভন। লিখেছেন, ‘মহামিছিল ১লা সেপ্টেম্বর। আমরা রাজনৈতিক দল না সাধারণ মানুষের দল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা দুপুর ৩ টে।’
আমরা আন্দোলনে প্রথম থেকেই দেখেছি সকলে অনুরোধ করেছেন তাতে রাজনৈতিক রং না চড়ানোর জন্য। মূলত মনুষ্যত্বের হয়েই লড়াইয়ে অংশগ্রহণ করতে বলা হয়েছে সকলকে। সেরকমটাই আরো একবার জানিয়ে দিলেন এই শিল্পী। সকলে যেন রাজনৈতিক দলের হয়ে না গিয়ে সাধারণ মানুষ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
অন্যদিকে ঘটনা ঘটার পর কর্মবিরতর ডাক দিয়েছিলেন চিকিৎসকেরা। এরপর ১৪ই আগস্ট নারীদের রাত দখল করার কর্মসূচী করা হয়। যখন রাস্তায় নেমেছিলেন অজস্র মানুষ। এমনকি ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও এই কর্মসূচী ছড়িয়ে পড়েছিল। তবে এখনো পর্যন্ত অপরাধীরা ধরা পড়েনি।
তাইতো আন্দোলন এখনো চলছে। এছাড়াও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবী তুলেছেন অনেকেই। ২৭শে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যাবতীয় তোড়জোড় শুরু করা হয়েছে এই আন্দোলন আটকানোর জন্য।
আরও পড়ুন,
*‘এক রাতে নোটবন্দি-লকডাউন হতে পারলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ মোদিকে নিশানা শুভশ্রীর