টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা এবং তার পাশাপাশি একজন বিধায়ক। সম্প্রতি তৃতীয় বার বিয়ে করে খবরের শিরোনামে চলে এসেছেন। তিনি হলেন কাঞ্চন মল্লিক। একের পর এক তিনটি বিয়ে করেছেন তিনি৷ দ্বিতীয় পক্ষের বিয়ের পর একটি ছেলে জন্ম হয় তার। আর সেই ছেলেও দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে। এরই মাঝে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ ঘটিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন।
এদিকে তার তৃতীয় বার বিয়ে করা নিয়ে কম ট্রোল ও মিম হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাঞ্চন ও শ্রীময়ীকে তাদের বিয়ের জন্য ট্রোল করতে থাকেন। তবে সেই ট্রোল প্রথমের দিকে বেশ বিব্রত করেছে কাঞ্চনকে। তবে এখন যেনো এই ট্রোল গা সওয়া হয়ে গিয়েছে তার। এবার নিজেই সেই প্রসঙ্গ টেনে রসিকতায় মাতলেন তিনি।
‘অ্যানিম্যাল’ ছবির জনপ্রিয় গান ‘জামাল কুদু’ সকলের মনে আছে। এই গানে অভিনয় করেছেন ববি দেওল। ববি দেওলের চরিত্রের নাম ছিল আবরার হক। তিনি এই সিনেমায় তিনটি বিয়ে করেছিলেন। আর সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি একটি চ্যাট শো-তে নিজেকে নিয়ে রসিকতা করতে দেখা গেলো কাঞ্চনকে।
সম্প্রতি একটি চ্যাট শো-তে হাজির হয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সেখানে কথা বলতে গিয়ে হেসে নিজেই বলে উঠলেন, “জামাল কুদু গানটা তো আমিই গাইতে পারি, কারণ আমার ৩ টে বিয়ে।” পাশে বসে থাকা শ্রীময়ীকে হাসতে দেখা গেলো। উল্টে ট্রোলারদের এক হাত নিলেন তিনি।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর কম কথস হয়নি। হঠাৎ করেই দ্বিতীয় পক্ষের বিয়েতে বিচ্ছেদ ঘটার পর এক মাসের মধ্যে তৃতীয় বিয়ে সেরে ফেলেন কাঞ্চন। তার থেকে অর্ধেক বয়সী শ্রীময়ীকে বিয়ে করেন তিনি৷ আর তাতে গোটা সোশ্যাল মিডিয়া সহ সকলেই নবদম্পতিকে নিয়ে ট্রোল করেছেন। যদিও ট্রোলারদের পাত্তা দিতে নারাজ কাঞ্চন ও শ্রীময়ী। তারা নিজেদের নিয়েই ভালোই আছেন।
আরও পড়ুন,
*শাড়ি পরেই ক্রিজে, ব্যাট হাতে দাপুটে রুক্মিণী! দেব কি ব্যাটিং শেখাচ্ছেন?