অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এখন বিদেশে রয়েছেন। ইউনাইটেড কিংডমে তিনি মেয়ের একটি স্নাতকোত্তর ডিগ্রির অনুষ্ঠানে হাজির থাকার জন্য পৌঁছে গিয়েছেন। স্বস্তিকার মেয়ে অন্বেষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। আর মেয়ের অনুষ্ঠানে হাজির হতে পৌঁছে গেলেন মা স্বস্তিকা। সেখান থেকে বেশ কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন স্বস্তিকা। কিন্তু সেখানে গিয়ে তার অবস্থা দেখে সকলেই অবাক।
স্বস্তিকাকে একটি ছবিতে দেখা গিয়েছে মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে থাকতে। সঙ্গে আকাশি ব্লাউজ ও লাল শাড়িতে দেখা গিয়েছে। কাঁধে রয়েছে একটি ঝোলা ব্যাগ। তবে দুই হাতে দু’টি জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সঙ্গে মুখে লেগে রয়েছে এক গাল হাসি। এমন সুন্দর সাজের সঙ্গে হাতে জুতো নিয়ে তিনি কেনো দাঁড়িয়ে রয়েছেন তা বোঝা যাচ্ছে না।
কিন্তু সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন। তিনি লিখেছেন, “মায়েরা যেটা সব থেকে ভালো পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলছি। হাতে চপ্পল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পরতে পারে। হিল সাময়িক ব্যবহার করার জন্যই। আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে ঘুরছি।” অর্থাৎ মেয়ের আরেক জোড়া জুতো নিয়েই ঘুরছেন তিনি।
আরও পড়ুন,
*‘হিন্দুদের ঘর পুড়ছে, মহিলা নিগ্রহ হচ্ছে’, বাংলাদেশের আন্দোলনের ঘৃণ্য রূপ! মুখ খুললেন স্বস্তিকা
*RG Kar Case: ধর্ষণের প্রতিবাতে শঙ্খধ্বনিতে ভরিয়ে তোলার ডাক অভিনেত্রী স্বস্তিকার
ছবিতে একজন মন্তব্য করেছেন, “এই লাল বালুচরী শাড়ির সাথে একদম মিসম্যাচ একটা নীল ব্যাগ, সাথে অনাবিল আনন্দের হাসিতে হঠাৎ দেখে, আমার মনে হলো যেন সান্টা ক্লজ, যার ঝোলাতে জগতের সব চাওয়া, সব পাওয়ার জগৎ আছে। সত্যিই তো ভেবে দেখলে মায়েদের কাছেই তো সন্তানের বেশির ভাগ ভালো থাকা, চাওয়া পাওয়ার সব হিসেব নিকেশ থাকে। আপনার ঝোলা ভরে থাক সন্তানের খুশিতে। ভালো থাকুন আপনি আর আপনার ছানা।”
এর পাশাপাশি অনেকেই নানান মন্তব্য করেছেন। তবে স্বস্তিকাকে এমন সাজে বেশ মানানসই লাগছে। কিন্তু মেয়ের জন্য হাতে জুতো নিয়ে ঘোরাটা বেশ আনন্দের সঙ্গে করছেন মা হিসেবে তিনি। দেখতে দেখতে মেয়ে যে বড় হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। জানা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি ‘টেক্ক’-তে দেখা যাবে স্বস্তিকাকে।
আরও পড়ুন,
*‘আমার ৩টে বিয়ে’, তৃতীয়-স্ত্রীর পাশে বসে রসিকতায় ডুব দিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক! কি বললেন শ্রীময়ী?