লুচি আলুরদম রান্না করেছেন দিতিপ্রিয়া, টেস্ট করবেন নাকি?

kmc 20240725 071229 zMggrVdB6z

টলি পাড়ায় শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল তার। বর্তমানে বড় পর্দায় অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। তবে তিনি আর সেই ছোট্ট শিশু নেই। বরং তরুণী হয়ে উঠেছেন। তিনি হলেন দিতিপ্রিয়া রায়। ‘রানী রাসমনি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে টলি পাড়ায় পা রাখেন তিনি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। সকলেই তাকে চিনতে শুরু করেন।

Snapinsta.app 447457932 18347246872119422 7062227265376810293 n 1080 JNrsGXTL7n

দিতিপ্রিয়া রায়

তবে বর্তমানে তিনি আর ধারাবাহিকের জগতে নেই। তার পরিসর আরও বড় হয়েছে। তিনি বর্তমানে বড় পর্দায় অভিনয় করেন। তাবড়-তাবড় অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে তিনি অভিনয় করেন। সেই ছোট্ট দিতিপ্রিয়া যে বড় হয়ে উঠেছেন তার আরও একটি প্রমাণ তিনি নিজেই সকলের সামনে রাখলেন। পুজোর সময় মায়ের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে।

Snapinsta.app 448047471 18347246854119422 2057215989868523152 n 1080 TXKH6MAt2g

দিতিপ্রিয়া রায়

তিনি যে রীতিমতো রান্নাবান্না করতে পারেন তার প্রমাণ সদ্য পাওয়া গেলো। নিজের হাতে তিনি লুচি আলুরদম করেছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিতিপ্রিয়ার ম্যানেজমেন্ট টিমের একজন। তিনি লুচি ও আলুরদমের ছবি শেয়ার করে লিখেছেন, তৈরি করেছে আমাদের ছোট্ট একজন। এটি লিখে তিনি দিতিপ্রিয়াকে ট্যাগ করেছেন।

আরও পড়ুন,
*‘..আমরাও এক সঙ্গে রোয়েছি’, পরকীয়ার গুঞ্জনের মাঝে কি জানালেন যীশু সেনগুপ্ত?

আর এই ছবি দিতিপ্রিয়া নিজেও শেয়ার করেছেন। আর তারপর অনেকেই দিতিপ্রিয়ার গুণে মুগ্ধ হয়েছেন। ধীরে ধীরে ঘরকন্নার কাজ শিখছেন তিনি। অভিনয় ছাড়াও দিতিপ্রিয়ার আরও একটি গুণ হলো সে দারুণ আঁকতে পারে। তার সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পাওয়া যায় একাধিক আঁকার ছবি। এত কম বয়সেমএত গুণের অধিকারী হওয়ায় অনেকেই তাকে বেশ পছন্দ করেন।

diti 22

নিজে হাতে লুচি আলুরদম রান্না করেছেন দিতিপ্রিয়া রায়

তবে বর্তমান যুগের মেয়ে হয়েও দিতিপ্রিয়া সেভাবে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনকে উজাড় করে দেননি। তার ব্যক্তিগত জীবনে কোনো পুরুষ আছে কিনা তা জানতে চাওয়া হলেন তিনি শুধু এইটুকু জানান, তিনি একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সে ইন্ডাস্ট্রির মানুষ নন। তার নাম জানা গিয়েছে রিভু। দিতিপ্রিয়া জানিয়েছেন, তিনি বিয়ে করলে রিভুকেই করবেন। তবে এর বেশি কিছু তিনি জানাননি৷