টলিউডের বিখ্যাত নায়িকা শুভশ্রী গাঙ্গুলীকে চেনেন না এমন লোক বাংলায় নেই বললেই চলে। ২০০৮ সালে শুভশ্রী গাঙ্গুলী বাংলা সিনেমা জগতে পদার্পণ করেন, এরপর ধীরে ধীরে একের পর এক সুন্দর সুন্দর ছবি তিনি আমাদের উপহার দিতে থাকেন।২০১৮ সালে শুভশ্রী প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দু বছরের মাথায় শুভশ্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং তার নাম রাখেন ইউভান। এরপর ছেলের বয়স দু বছর হতে না হতেই শুভশ্রী আবারো সন্তান সম্ভবা হয়। ২০২৩এ শুভশ্রীর কন্যা সন্তান হয় যার নাম ইয়ালিনি রাখেন।
ইউভান যেদিন জন্ম নেয় সেদিনই শুভশ্রী তার ছবি নেট মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর মাঝেমধ্যেই তিনি ছেলের বিভিন্ন কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু মেয়ে ইয়ালিনির বয়স ৯ মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তার কোন স্পষ্ট ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় আনেননি। কেন এমনটা করেছেন শুভশ্রী গাঙ্গুলী? এমন করার পেছনে কি কোন বিশেষ কারণ রয়েছে? এইসব প্রশ্ন জেগেছে ভক্তদের মাঝে।
কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে শুভশ্রী এ প্রশ্নের জবাব দেন, তিনি বলেন তিন বছর পরে নাকি তিনি যমজ বাচ্চার জন্ম দিয়েছেন। অর্থাৎ ইয়ালিনি দেখতে পুরো দাদা ইউভানের মত। তিনি এটাও জানান যে ইয়ালিনের চুল বড় হলে তারপর তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, নয়তো যেহেতু ইউভানের মতই ইয়ালিনি দেখতে,কেউ বুঝতেই পারবে না এইটা ইয়ালিনী। এই কথা জানার পর নেটিজেন দের মধ্যে ইয়ালিনি কে দেখার প্রবণতা আরো বেড়ে গেছে।
অভিনেত্রী হিসেবে শুভশ্রী গাঙ্গুলী যতটা সফল একজন মা হিসেবেও তিনি ঠিক ততটাই সফল। অভিনয়ের পাশাপাশি তিনি তার ছেলেমেয়েদের ও যথেষ্ট খেয়াল রাখেন। টেলিকুইন এর কাছে বর্তমানে সবার আগে তার সন্তানেরা, তারপর কেরিয়ার। একটি সংবাদ মাধ্যমে শুভশ্রী এও জানান যে তিনি তার সন্তানদের আরো ভালোভাবে বোঝার জন্য মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনাও পর্যন্ত করেছেন, সেই মনস্তত্ত্বের বই থেকেই তিনি জানতে পেরেছেন দ্বিতীয় সন্তান হওয়ার পরে প্রথম সন্তানের প্রতি আরো বেশি করে কেয়ারফুল থাকা উচিত। তিনি জানিয়েছেন সে কারণেই আরও বেশি বেশি করে ইউভানের
সাথে সময় কাটান তিনি যাতে করে ইউভায়নের কখনো এটা মনে না হয় যে তার বোন আসার পরে তাকে কম ভালবাসা হচ্ছে।
আগামী ১৫ ই আগস্ট মুক্তি পেতে চলেছে শুভশ্রী গাঙ্গুলীর নতুন ছবি “বাবলি”। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে কাজ করছেন আবির চ্যাটার্জী, আবিরের সাথে শুভশ্রী এই প্রথম কাজ করছেন। জানা গিয়েছে এই বাবলি ছবিটি ২০২০ সালে রাজ চক্রবর্তী করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শুভশ্রী সেই মুহূর্তে সন্তান সম্ভবা হাওয়ায় সেটা আর এগোয়নি। বাবলি চরিত্রটি একটু বেশি ওজন সম্পূর্ণ তাই সন্তান হওয়ার পরেই এই ছবিটি করার কথা ভেবেছিলেন শুভশ্রী গাঙ্গুলী। আশা করা যায় শুভশ্রীর অন্যান্য ছবির মত এই ছবিও সুপারহিট করবে।
আরও পড়ুন,
*প্যান্ট পরতেই ভুলে গেলেন! তুমুল কটাক্ষের স্বীকার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু