kmc 20240807 071404 ETY7uJLf7m

প্রথম থেকেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র সমাজমাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসেছেন। তাঁর কথায়, ‘সব শেষ হয়নি, সব শেষ হয় না।’ গত জুলাই মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করে। সরকারি চাকরি ক্ষেত্রে বাংলাদেশের সংরক্ষণের নিয়ম সংশোধনের দাবি নিয়ে পথে নামে ছাত্রসমাজ। আন্দোলন রুখতে পুলিশ-প্রশাসনের তরফে শুরু হয় প্রতিরোধ। মৃত্যু হয়েছে একের পর এক ছাত্রের। অভিনেত্রী শ্রীলেখা গত ২০ জুলাই নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘বাংলাদেশি ছাত্রদের বাঁচান।’ তার পর বেশ দিন কেটে গিয়েছে। পুরনো সংরক্ষণ ব্যবস্থা বাতিল হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু চলতি মাস অথাৎ অগস্ট মাসের গোড়া থেকে আবারো প্রতিবেশী দেশে সরকার বিরোধী আন্দোলন বেড়েছে। ৫ই আগস্ট সোমবার গণ আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তিনি দেশ ছেড়েছেন। কিন্তু তার পরই হারিয়ে গিয়েছে ছাত্র আন্দোলনের রাশ।

অভিযোগ, সারা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অরাজকতা, ভাঙচুর। বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল ভাঙা হয়েছে। একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে সব লন্ডভন্ড করে দিচ্ছে যুবকের দল। সাধারণ মানুষ কার্যত লুঠ পাট করছেন। টিভি, রেফ্রিজ়ারেটর থেকে আরম্ভ করে যে যা পাচ্ছেন, সোফা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর জামদানি শাড়ি অথবা রাজহাঁস, ছাগল—সবই, যে যেমন পারছেন তেমন লুঠে নিচ্ছেন। এমনকি এক যুবকে দু’হাতে দু’টি মহিলাদের অন্তর্বাস হাতে নিয়ে ছোটার চিত্রও ভাইরাল হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর পোশাকের সম্ভার থেকেই নাকি ওগুলি বেরিয়েছে! এমনটা বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছবি। সারা দেশে, এমনকি পড়শি দেশেও এই ছবি নিয়ে চলছে খিল্লি-তামাশা।

আরও পড়ুন
*‘আপনি চলে গিয়ে বেঁচে গেছেন’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলেখা

অভিনেত্রী শ্রীলেখা বলেছেন, ‘যে ছেলেটি অন্তর্বাস নিয়ে ছবি তুলছে, যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে, তারা বিচ্ছিন্ন নয়। কিন্তু তারাই সব নয়। যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন, প্রাণ দিলেন শয়ে শয়ে তাঁদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাই না। লড়াই ব্যর্থ হয়নি।’ বাংলাদেশের এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব ধরে রাখতে চাইছেন শ্রীলেখা। অভিনেত্রীর দাবি, ‘ছাত্র আন্দোলেনর মধ্যে কোনও অন্যায় ছিল না। তাঁদের দাবি ন্যায্য, তাই আন্দোলনও নৈতিক।’ তিনি আরও জানিয়েছেন, ‘এই রকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময়ই রাশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দুর্ভাগ্যক্রমে এখানেও তা-ই ঘটেছে।’

আরও পড়ুন
*‘দমবন্ধ হয়ে আসছে’, রণভূমি বাংলাদেশ! কি জানালেন পরীমণি?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চারিদিক থেকে আসছে অত্যাচার, হিন্দু মন্দিরে অগ্নিসংযোগের খবর মিলেছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী ভাগ করেছেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে যে ফরিদপুরের চকবাজার এলাকার শ্রী শ্রী রামধ্বনি মন্দির পাহারা দিচ্ছেন একজন মুসলমান নাগরিক। অভিনেত্রীর ভাষায়, ‘সব শেষ হয়নি, সব শেষ হয় না।’ এখানেই থামেননী এরপরও একগুচ্ছ ছবি ভাগ করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে মন্দিরের বাইরেই নমাজ পড়ছেন এক মুসলমান। মন্দির পাহারায় কাজে কোনও ফাঁকি নেই। শ্রীলেখার মতে, ‘আমি একেই বলি ভালবাসার ধর্ম’। হ্যাশট্যাগ জুড়েছেন ‘মাইরিলিজিয়নঅবলাভ’।

1722939813 sree inside2 I0M1dMf627

সমাজ মাধ্যমে যেমন বাংলাদেশে অত্যাচারের ছবি ফুটে উঠেছে, পাশাপাশি একের পর এক সংহতির ছবিও কিন্তু উঠে এসেছে। শুধুমাত্র মন্দির নয়, সরকারি দফতরেও তাণ্ডব চলেছে। সেখানেও নাগরিকদের তরফে প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এ সবের মাঝে ইতিবাচকতাও দেখছেন শ্রীলেখার মতো এ পার বাংলার একাংশ মানুষেরা।

আরও পড়ুন
*৩টে বিয়ে টেকেনি! লাল বেনারসিতে অন্যতম বিতর্কিত বাঙালি, চিনতে পারলেন?
‘যাদের খুশি করতে আমাকে আমার দেশ থেকে বের করে দেন’, শেখ হাসিনাকে অতীত মনে করালেন তসলিমা