উরফির পোশাকে বনবন করে ঘুরছে পাখা, ভাইরাল ভিডিও

Urfi Javed's dress has fans going wild, viral video

গরম পড়তেই এবার পাখাওয়ালা পোশাক পরে সকলকে চমকে দিলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ। এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। কারণ, দীর্ঘদিন ধরে অদ্ভুত সব পোশাক পরে চর্চায় উঠে এসেছেন তিনি। এমন সব পোশাক পরে তিনি হাজির হন যেগুলি পরার কথা কেউ কল্পনাও করতে পারেন না।

এবার সেরকমই একটি পোশাক পরে চমকে দিয়েছেন সকলকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে একটি ক্রপ টপ। তবে সেখানেই রয়েছে চমক। টপের ওপরে রয়েছে দুটি পাখা। প্রথমে তিনি একাই দাঁড়িয়ে থাকেন, পরে একজন এসে পেছন থেকে সেই ফ্যান চালিয়ে দেন।

এরপর পোশাকের ওপরে সেই পাখাগুলি ঘুরতে থাকে বনবন করে। তার ক্যাপশন তিনি লিখেছেন, ‘মাথা ঘুরলে তো?’ যা দেখার পর সকলের মুখে একটাই কথা হয়তো অতিরিক্ত গরম থেকে বাঁচতেই তিনি এই ধরনের পোশাক পরেছেন। অনেকে আবার এও লিখেছেন গরমে তার মাথা ঠিক নেই।

তবে যে যাই বলুক না কেন উরফি বরাবর স্পষ্ট করে জানিয়েছেন তিনি যেটা পছন্দ করবেন সেটাই পরবেন। পোশাক নিয়ে তিনি কখনোই আপোষ করতে রাজি নন। উল্লেখযোগ্য, ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং রিয়্যালিটি শো’তে দেখা গিয়েছে উরফিকে।

যদিও শোনা যায় তিনি বলিউডে কাজ পেয়েছিলেন। তবে সেটি তার পছন্দ না হওয়ায় তিনি করেননি। যদিও নিজের পোশাকের কারণেই বেশিরভাগ সময় চর্চায় থাকতে দেখা যায় তাকে। ইতিমধ্যেই কাগজ, পাতা, ফুল, পাথর ইত্যাদি দিয়ে পোশাক বানিয়ে পরতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন,
*কাঞ্চন এবং শ্রাবন্তীকেও ছাপিয়ে যাবে, বিদ্রুপের মুখে চাঁচাছোলা জবাব দিলেন শোভন!
*রহস্যজনক মৃত্যু! জঙ্গলে উদ্ধার জনপ্রিয় অভিনেতার নিথর দেহ