বলিউড অভিনেতা শাহরুখ খান এবার লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন। ওই অনুষ্ঠানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পেয়েছেন। আর সেই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নিতে হাজির হলেন অভিনেতা। শনিবার মঞ্চে উঠে ওই অ্যাওয়ার্ড গ্রহন করেন তিনি। অ্যাওয়ার্ড নেওয়ার পর হিন্দিতে বক্তব্য রাখতে দেখা যায় কিং খানকে।
লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখকে দেখা গিয়েছে কালো পোশাকে। কালো শার্ট, কালো প্যান্ট ও কালো জ্যাকেটে হাজির হয়েছিলেন অভিনেতা। এদিনের একাধিক মূহুর্ত প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হতে সময় নেয়নি। এদিন পুরস্কার নিতে উঠে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, পুরস্কারটি ভীষণ ভারী।
এরপর সেটিকে পাশে রেখে তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছে লোকার্নর এই গরম শহর। এখানকার মানুষজন ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।”
এরপর তিনি আরও বলেন, “গত দুটো সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমায় এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্ন ভাষা শিখছি। সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে। রান্নাও।” তার বক্তব্যের পর তিনি হিন্দিতে বলেন, “নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।”
বক্তব্য রাখার সময় শাহরুখকে এক ব্যক্তি চেঁচিয়ে বলেন, তিনি শাহরুখকে ভালোবাসেন। তার জবাবে শাহরুখ ওই ব্যক্তিকে ভালোবাসা জানান। শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে ‘ডাঙ্কি’ সিনেমায়। এই ছবিতে তাকে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ৷
আরও পড়ুন,
*কিছুদিন আগেই মাকে হারিয়েছেন, মারণ রোগে আক্রান্ত বাবার জন্মদিনে ছুটে গেলেন কৌশাম্বী