টলিউডের নতুন দম্পতি হলেন কৌশাম্বী চক্রবর্তী ও আদৃত রায়। একইসঙ্গে ধারাবাহিকে অভিনয়ের পর একে অপরের জীবনসাথী হয়েছেন। বেশ কিছু মাস হলো তারা এখন সুখী দম্পতি। তবে বিয়ের কিছুদিন পরই মৃত্যু হয় কৌশাম্বীর মায়ের৷ তার মা হারিয়ে গিয়েছেন চিরদিনের মতন। তবে তিনি বাবাকে আগলে রেখেছেন। তাই বাবার জন্মদিনে তার কাছে ছুটে গেলেন কৌশাম্বী।
তার বাবা সুস্থ নন। অসুস্থ বাবার কাছে তার জন্মদিনের দিন শ্বশুর বাড়ি থেকে সোজা পৌঁছে গেলেন কৌশাম্বী। সবকিছু ফেলে বাবার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যাওয়ার কথা ভুললেন না কৌশাম্বী। আর তারই কিছু বিশেষ মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন। যেখানে কৌশাম্বীকে দেখা গিয়েছে ৪টি ছবি পোস্ট করতে।
প্রথমটিতে কৌশাম্বীকে দেখা গিয়েছে বাবার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরতে। আরেকটিতে দেখা গিয়েছে পোষ্যকে আদর করছেন তিনি। এছাড়া আরেকটি ছবিতে অভিনেত্রীর মায়ের ছবির পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিতে কৌশাম্বীর পরনে রয়েছে জিন্সের প্যালাজো ও একটি শার্ট। ছবির কমেন্ট বক্সে অনেকেই তার বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের মে মাসে জাঁকজমকপূর্ণ বিয়ে সারেন আদৃত ও কৌশাম্বী। এরপর হানিমুন সারতে তারা পৌঁছে যান গোয়াতে। সেখানে কিছুদিন কাটিয়ে কলকাতা ফিরে আসেন। তবে কিছুদিন যেতে না যেতেই আসে দুঃসংবাদ।
অভিনেত্রীর মায়ের মৃত্যু হয়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। তবে ধীরে ধীরে সেই সময়টা কাটিয়ে উঠেছেন তিনি।তাই বাবাকে আগলে রাখেন অভিনেত্রী। যদিও তার বাবা একজন ক্যান্সারের রোগী। তাই বাবাকে নিয়ে অভিনেত্রীর মনে দুশ্চিন্তা। মায়ের মৃত্যু অভিনেত্রীর কাছে যেমন আকস্মিক তেমনই কষ্টকর। হঠাৎ করেই মৃত্যু হয় তার মায়ের। তাই মায়ের মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তিনি।
আরও পড়ুন,
*ঐশ্বর্যর সঙ্গে ‘বিচ্ছেদ’ প্রসঙ্গে বড় সত্যি প্রকাশ্যে আনলেন অভিষেক, জানুন