প্রথম সন্তান আসতে চলেছে! হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী প্রীতি

kmc 20240810 113357 iPQUgbne7Y

খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের জীবনে। কিছুদিন আগে সেই খবর সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন তারা। এমনকি সম্পন্ন হয়ে গিয়েছে অভিনেত্রী সাধের অনুষ্ঠান এখন শুধুমাত্র অপেক্ষা সেই বিশেষ মুহূর্তর।

Snapinsta.app 448734238 18268642642210681 8972900224253054101 n 1080 Fuhpjy9B9T

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী প্রীতি

এরই মাঝে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। তাহলে কি ডেলিভারির সময় চলে এসেছে? এমনই প্রশ্ন সকলের মনে। আসলে সম্প্রতি প্রীতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি কমলা রঙের পোশাক পরে রিল বানাচ্ছেন তিনি। নেচে ভিডিওটি তৈরি করেছেন।

হাসপাতালে কেন ভর্তি হয়েছেন প্রীতি?

ভিডিয়োর উপরে লেখা ‘সকালে রিল বানিয়ে চিকিৎসকের কাছে চেকআপের জন্য যাচ্ছিলাম।’ এরপরে দেখা যায় হাসপাতালে শুয়ে রয়েছেন তিনি। তার মা তাকে আদর করে দিচ্ছেন। সেই ভিডিওর উপরে লেখা, ‘আর হাসপাতালে ভর্তি হয়ে গেলাম।’ না না এখনই তাদের সন্তান আসছে না। আসলে চেকআপের জন্য ভর্তি হতে হয়েছিল তাকে।

Snapinsta.app 448901710 18268642633210681 79025435389202025 n 1080 37v2elKO9G

আগামী সেপ্টেম্বর মাসে জন্ম হবে তাদের সন্তানের। যার দ্বারা এটা স্পষ্ট যে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই মা-বাবা হবেন এই জুটি। উল্লেখযোগ্য, রাহুল এবং প্রীতি ছোট পর্দার জনপ্রিয় তারকা। রাহুলকে শেষবার দেখা দিয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে।

অন্যদিকে প্রীতি এই ভিডিও পোস্ট করতেই সেখানে তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অন্যান্য তারকাদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। একজন লিখেছেন, ‘সব ভালো হবে নিশ্চিন্তে থাকুন।’ আবার কারো কারো মতে তারা অপেক্ষা করছেন সন্তানকে দেখার জন্য।

আরও পড়ুন,
*‘কাঞ্চন ভীষণই মুখচোরা!’ স্বামীর গোপনা কথা ফাঁস শ্রীময়ীর