প্রাক্তন স্বস্তিকার প্রেমে বুঁদ! সব প্রাক্তনই আমার জীবনে এমন, জানালেন পরমব্রত

Former swastika fell in love! All exes are like that in my life, said Parambrata

একটি সম্পর্কের শেষ হলে দু’টি মানুষের জীবন ভিন্ন পথে চলে। কেউ আর একে অপরের জীবনে অধিকারবোধ ফলাতে পারে না। অনেকে এমন রয়েছেন যারা সম্পর্কের শেষ হলে সম্পর্ক ছিন্ন করে দেন। তবে এমনও অনেকে রয়েছেন যারা একসময় প্রাক্তন হলেও আজকে ভালো বন্ধু। তেমনই এই অঙ্কটি মেনে চলেন পরমব্রত। টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা তিনি৷ রূপের বর্ণনায় তিনি একেবারে প্রথমের দিকেই থাকবেন।

এহেন একজন পুরুষের জীবনে নারীর আগমন যে ঘটবে তা স্বাভাবিক। তবে সবসময় সম্পর্ক চিরস্থায়ী হয় না। কিছু সম্পর্ক ভেঙে যায় এবং সেই জায়গায় নতুন মনের মানুষ ধীরে ধীরে জায়গা করে নেয়। গতবছর নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত। অবশেষে ব্যাচেলর জীবনের ইতি ঘটিয়ে সাংসারিক জীবনে প্রবেশ করেছেন তিনি৷ তবে তাতেও ট্রোল ও কটাক্ষ কম শুনতে হয়নি৷

পিয়া চক্রবর্তী হলেন টলিউডের গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পিয়াকে বিয়ের পর পরমব্রতকে ‘বউ চোর’-ও শুনতে হয়েছে। কিন্তু তাতে কান দেন না পরম। কারণ এমন কত কথা শুনতে হয়। একসময় টলি পাড়ার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরমের। কিন্তু সেই সম্পর্ক দুই বছরের বেশি টেকেনি। এদিকে মাঝেমধ্যে পরম ও স্বস্তিকাকে এখনও একসঙ্গে দেখা যায়। সম্প্রতি তাদের একটি পার্টিতে দেখা গিয়েছে। তা দেখে চোখ বেঁকিয়েছেন অনেকেই।

প্রাক্তনদের সঙ্গে পরমের সম্পর্ক কেমন? এই প্রশ্নের উত্তরে পরম জানান, প্রাক্তনদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন তিনি৷ সপ্তাহে অনেকের সঙ্গে কথা হয় তার। ২১ বছর থেকে ৩০ বছর পর্যন্ত একাধিক সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত। তিনি এক্সপ্লোর করতে ভালোবাসেন কে কি করতে ভালোবাসে, কে কি পছন্দ করে এবং করে না৷

অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সম্পর্ক নিয়ে পরমব্রত বলেন, “যে দুই বছর আমরা সম্পর্কে ছিলাম আমরা খুব প্যাশনেট ছিলাম৷ কিন্তু শুধু স্বস্তিকা নয়, সব প্রাক্তনই আমার জীবনে এমনই ছিল। জীবনে কিছু ফেলা যায় না। সব সম্পর্ক আমাদের মানুষ হিসেবে আরও উন্নত করে।” তিনি আরও বলেন, “দু’টি মানুষ একসঙ্গে থাকতে শুরু করলে অনেক কিছু বোঝা যায়। তখন সম্পর্ক ভাঙলে শেখাটা একই থাকে। তাই এই সম্পর্কগুলি ফেলে দেওয়া যায় না৷”