ঐশ্বর্যর সঙ্গে ‘বিচ্ছেদ’ প্রসঙ্গে বড় সত্যি প্রকাশ্যে আনলেন অভিষেক, জানুন

kmc 20240813 102450 vz6AhWrs4f

তাদের বিচ্ছেদের জল্পনা বর্তমানে বলিউডের হট টপিক। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন নাকি এক ছাদের তলায় থাকছেন না। মনোমালিন্যের কারণেই নাকি আলাদা থাকতে হচ্ছে তাদের। এমনকি খুব শীঘ্রই হয়তো বিচ্ছেদের পথেও হাঁটবেন।

এতোদিন চুপ থাকলেও আসল সত্যিটা সম্প্রতি সামনে এনেছেন অভিষেক। জানিয়েছেন বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণটা কেমন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিলো ঐশ্বর্য্যকে নাকি পছন্দ করেন না জয়া বচ্চন। তার ফলে ধীরে ধীরে অভিষেক এবং ঐশ্বর্য্যর সম্পর্কে ফাটল ধরেছে।

এছাড়াও বেশ কিছু ভিডিও এই জল্পনাকে অনেক বেশি জোড়ালো করে তুলেছে। কিছুদিন আগেই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে একসঙ্গে দেখা যায়নি তাদের। মেয়ের পরিবারের সাথে একসাথে হাজির হয়েছিলেন অমিতাভ এবং জয়া। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য্য।

যা এটাই স্পষ্ট করে দেয় যে মেয়েকে নিয়ে হয়তো আলাদা থাকছেন অভিনেত্রী। পরিবারের সাথে ধীরে ধীরে সম্পর্ক ক্ষুন্ন করছেন তিনি। সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল অভিষেকের কাছে। বিদেশ থেকে একটি সংবাদমাধ্যমের কাছে তাদের সম্পর্কের বিষয়ে সবটাই জানিয়েছেন অভিষেক।

বলেন, ‘এই নিয়ে আপনাদের আমার কিছু বলার নেই। অনুমানের ভিত্তিতে আপনারা এই বিষয়টাকে এত বড়ো করেছেন। দুঃখের। আমি বুঝতে পারছি আপনারা কেন এটা করছেন। আপনাদের কিছু খবর লিখতে হয়। ঠিক আছে। আমরা সেলিব্রিটি। আমাদের এটা মেনে নিতে হবে। তবে আমরা এখনও বিবাহিত। দুঃখিত।’

আরও পড়ুন,
*প্রেমে পাগলিনী ‘মিঠাই রানী’, প্রকাশ্যেই প্রেমের ইস্তেহার সৌমিতৃষার! কে সেই ভাগ্যবান পুরুষ?