সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিক ছবি ও ভিডিওতে অনুরাগীদের মন জয় করে নেন তিনি৷ সম্প্রতি তাকে আরও একবার লাইমলাইটে দেখা গেলো। রাজনীতির ময়দানে একটি জনপ্রিয় নাম হলো মদন মিত্র। সকলের কথায় তিনি ‘কালারফুল বয়’। তার সঙ্গে একাধিক অভিনেত্রীর ছবি এর আগে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি কামারহাটির বিধায়ক। সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় উঠে এসেছেন।
এর আগে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার একই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। এবার শ্রাবন্তীর পোস্ট করা ছবিতে মদন মিত্রকে বিশেষ মন্তব্য করতে দেখা গিয়েছে। আর সেই মন্তব্য হয়ে গিয়েছে ভাইরাল। সম্প্রতি শ্রাবন্তী তার সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাকে দেখা গিয়েছে গোলাপি রঙের শাড়ি, হালকা গয়না ও খোলা চুলে।
ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ও হালকা সাজে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। একসঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবিতে অনেকেই নানান মন্তব্য করেছেন। সেখানে মদন মিত্রকে দেখা গিয়েছে মন্তব্য করতে। তিনি লিখেছেন, “হাই, পুজো আসছে”। তাতে শ্রাবন্তী উত্তর দিয়েছেন, “হ্যাঁ দাদা।”
দু’জনের এই কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দু’জনে যদিও আলাদা জগতের মানুষ। তবে তাদের নিজেদের মধ্যে সম্পর্ক যে বেশ ভালো তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শ্রাবন্তী ক্যামেরা জগতের মানুষ হলেও তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন। প্রার্থী হয়ে নেমেছিলেন রাজনীতিতে। বিজেপির হয়ে তাকে নির্বাচনে লড়াই করতে দেখা গিয়েছিল। তবে তিনি জিততে পারেননি।
রাজনীতি ছেড়ে তিনি বর্তমানে নিজের পেশায় মনোনিবেশ করেছেন। কিছুদিন আগে তাকে তৃনমুলের ২১চে জুলাই-এর মঞ্চে দেখতে পাওয়ার পর অনেকেই বলতে শুরু করেন তিনি ফের শাসক দলের হয়ে রাজনীতিতে নাম লেখাতে পারেন। তবে সেসব কিছু দেখা যায়নি। তিনি বর্তমানে তার আগামী ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস যা বড় পর্দায় আসতে চলেছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন,
*‘পুরস্কারটি ভীষণ ভারী’, বিদেশের মাটিতে সম্মানিত কিং খান