টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও বর্তমানে মুম্বাই ঠিকানা হয়ে উঠছে তার। তিনি হলেন টলি পাড়ার ছোটো পর্দার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা টেলিভিশনের গন্ডি ছাড়িয়ে এখন তিনি হিন্দি ধারাবাহিকের জগতে জনপ্রিয় হয়ে শুরু করেছেন। তার অনুরাগীর সংখ্যা তাই নেহাত কম নয়। তার সোশ্যাল হ্যান্ডেল দেখলে তা স্পষ্ট হয়। এর পাশাপাশি তিনি যে ঘুরতে যেতে পছন্দ করেন তা তার প্রোফাইলে স্পষ্ট।
মাঝেমধ্যে দেশবিদেশ ঘুরতে চলে যান তিনি। রঙিন জীবনে কাজের চাপও রয়েছে বেশ ভালই। তবে এই জায়গায় তিনি একদিনে আসেননি। তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর সেই কথা এবার ‘দিদি নং ওয়ান’-এ এসে শোনালেন তিনি।
কিছুদিন আগে তাকে হিন্দি ধারাবাহিকে দেখেছেন দর্শকেরা। তবে তিনি বর্তমানে কলকাতা ও মুম্বাই যাতায়াত করেন প্রায়ই। এই জনপ্রিয়তা ও পরিচিতি তার একদিনে হয়নি। তার ছোটোবেলা যুদ্ধ করেই কেটেছে। তাকে ও তার বোনকে একা হাতে মানুষ করেছেন তার মা৷ সেই কথাই নিজে জানালেন তিনি।
তিনি বলেন, “মা সবসময় বলতো যে আমি আছি, কিন্তু যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকে যাবে ততক্ষণ আমার দিকে ঘুরে তাকাবে না। মা আমায় বলে ভেবো না তোমার পিছনে কেউ না কেউ থাকবে। সারাজীবন কেউ বাঁচে না। নিজের শিরদাঁড়ার জোর নিজে বানাও।
তার কথায়, “মরে যাওয়া খুব সোজা। আমার বাবা আত্মহত্যা করেছিল। লড়াই করতে পারেনি বলেই করেছিল। আমি তাই বিশ্বাস করি জীবনে যাই হয়ে যাক লড়ে বাঁচতে হবে। মায়ের থেকে শিখেছি এটা। তাই হয়তো এতটা স্বাবলম্বী হয়ে গিয়েছি। যাই হয়ে যাক হার মানব না।”