এবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেট খেলোয়াড়ের বিরুদ্ধে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ওই তিন খেলোয়াড় হলেন লনওয়াবো সতসবে, থামি সোলেকিলে ও এথি এমভালাতি। তাদের তিনজনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার করার অভিযোগ উঠেছে।
তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে, ২০১৫-১৬ সালে এই তিন ক্রিকেটার রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার কাজ করেছিলেন। এরফলে ম্যাচের স্বচ্ছতা নষ্ট হয়। জানা যাচ্ছে, তারা তিন জন ম্যাচ গরাপেটা করার জন্য অর্থ নিয়েছেন৷
এই ঘটনা সামনে আসার পর দক্ষিণ আফ্রিকার একটি পুলিশের শাখা যারা হক নামে পরিচিত তারা এই বিষয়ে তদন্ত শুরু করে। ইতিমধ্যে ওই তিন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড নির্বাসিত করেছে। তারা তিনটি ম্যাচ গড়াপেটার করার চেষ্টা করেছিল। কিন্তু কোনোটিই করতে তারা সফল হননি।
জানা যাচ্ছে, আর ৪ জন ক্রিকেটার এই বিষয়টির সঙ্গে যুক্ত। তবে তারা বর্তমানে আর খেলেন না। তারা প্রত্যেকে প্রাক্তন ক্রিকেটার৷ তাদের মধ্যে রয়েছেন জেলে যাওয়া গুলাম বোদি। এর পাশাপাশি রয়েছে জিন সিমস, পুমি মাতশিকউয়ি ও আলভিরো পিটারসেন।
ম্যাচ গড়াপেটার অভিযোগ সামনে আসতে সকলে ম্যাচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই বিষয়ে তদন্তকারী আধিকারিকদের প্রধান লেফটেন্যান্ট জেনেরাল গডফ্রে লেবেয়া বলেছেন, “ম্যাচ গড়াপেটার মতো ঘটনা খেলার স্বচ্ছতা নষ্ট করে দেয়। আমরা চেষ্টা করব সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে।”