এইতো আম্বানিদের বিয়ে থেকে ফিরলেন তিনি, এর মাঝে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর! এমনকি তার অবস্থা এতোটাই খারাপ যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কী এমন হলো অভিনেত্রীর? যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো?
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে ভীষণভাবে সক্রিয় ছিলেন জাহ্নবী। বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে। হইহই করে সবকটি অনুষ্ঠান উপভোগ করেছেন তিনি। সেখান থেকে ফিরে ব্যস্ত হয়ে পড়েন তার আসন্ন সিনেমা ‘উলঝ’এর প্রচারে।
এরই মাঝে অসুস্থ হয়ে পরেন তিনি। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন জাহ্নবী। অবস্থা এতোটাই খারাপ যে বিছানা থেকে উঠতে পারছেন না। এরপর অবস্থা আরো গুরুতর হলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। ফলস্বরূপ তার কাজ পিছিয়ে গিয়েছে এক সপ্তাহের মতো।
জাহ্নবীর এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে এই বিষয়ে বলেছেন, ‘জাহ্নবী বুধবারই সব কাজ বাতিল করেন। এই গোটা সপ্তাহের কাজ ওকে পিছোতে হয়েছে অসুস্থতার জন্য। বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়, তাই পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।’
জানা গিয়েছে, তার অবস্থা আগের থেকে ভালো। যদিও দুর্বলতা কিছুটা রয়ে গিয়েছে অনেকটা। সব ঠিকঠাক থাকলে তাকে শুক্রবার ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। উল্লেখযোগ্য, ১৫ই জুলাই ‘উলঝ’এর প্রচারে গিয়েছিলেন তিনি। যেখানে তার লুক নজর কেড়েছিল সকলের।