সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও স্বপ্ন ছিল অনেক বড়। তাই নিজের প্রতিভার জেরে আজ তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা। এদিকে অভিনয় জগতে কাজ করতে সেখানেই খুঁজে পান নিজের প্রিয়তমাকে। তারা হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভিকি পাঞ্জাবি মধ্যবিত্ত পরিবারের ছেলে। অপরদিকে ক্যাটরিনা বিদেশি।
দীর্ঘদিন আড়ালে, আবডালে প্রেম করার পর অবশেষে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তারা। দীর্ঘ তিন বছর কেটে গিয়েছে তাদের বৈবাহিক জীবনের। কেমন কাটছে তাদের জীবন তা তাদের সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়। তাদের মধ্যে বোঝাপড়া বেশ সুন্দর। জানা যায়, সম্পর্কে জড়ানোর পর একসময় ভিকিকে বড্ড খিটখিটে ও বদমেজাজি মনে হতো ক্যাটরিনার।
এদিকে ক্যাটরিনার সঙ্গে ঘর করার পর ভিকি কতটা বুঝলেন তার স্ত্রী-কে। তাদের সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে মনে হয় তারা স্বপ্নের মতন সুন্দর জীবন কাটাচ্ছেন। তারা সেলিব্রিটি হলেও তাদের সম্পর্কেও রয়েছে নানান ঝামেলা ও ওঠাপড়া। এবার নিজের দাম্পত্য জীবনের গোপন কথা জানালেন অভিনেতা ভিকি কৌশল।
ভিকি জানান, তিনি অনেক বেশি লজিক্যাল তবে ক্যাটরিনা অনেক বেশি আবেগপ্রবণ। এরপর তিনি বলেন, “যখন কোনও বিষয়ে আমাদের মনোমালিন্য হয়, আমি চুপ করে যাই। তবে ক্যাটরিনা সাংঘাতিক! তক্ষুনি যাবতীয় ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতে হবে ওকে। আসলে ও ভীষণ আবেগপ্রবণ। তবে একটা বিষয় সত্যি। ঝগড়া করে কখনও রাতে শুতে যাই না আমরা।”
ভিকি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যাটরিনা বড্ড খুঁতখুঁতে। এর পাশাপাশি তিনি কোনো রাখঢাক না রেখেই বলেন, তার স্ত্রী অনেক নিষ্ঠুরও। স্বামীর সমালোচনা করত নাকি ক্যাটরিনার জুড়ি মেলা ভার। এমনই সাক্ষাৎকার দিয়েছিলেন ভিকি।