Digha: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হবে দিঘা! জানুন কিভাবে?

Digha will be more attractive for tourists! Know how?

Digha: বাঙালীদের কাছে অন্যতম পছন্দের ভ্রমণস্থান হলো দীঘা। পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই সমুদ্রসৈকতে সময় পেলেই পাড়ি দেন রাজ্যবাসী। আর এই সমুদ্রসৈকত এবার পর্যটকদের জন্য আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে। কারণ, এখানকার পর্যটন শিল্পকে উন্নত করতে তৎপর হয়েছে দীঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।

হয়তো অনেকেই জানেন দীঘার সমুদ্রে নতুন একটি প্রাণীর খোঁজ মিলেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর নাম অনুসারে সেই অমেরুদন্ডী প্রাণীর নামকরণ করা হয়েছে ‘মেলানোক্ল্যালমিস দ্রৌপদী’ (Melanochlamys droupadi)। পুরনো দীঘার হাসপাতাল ঘাট থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

বর্তমানে সেটি রয়েছে পুরনো দীঘার ‘মেরিন অ্যাকোয়ারিয়াম (Marine Aquarium & Regional Centre)’এ। এখানে গেলে বিনামূল্যে নানান ধরনের প্রাণী দেখতে পান পর্যটকেরা। ‘জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র বিজ্ঞানীরা এই হেড শিল্ড সামুদ্রিক স্লাগের খোঁজ পেয়েছেন। দেখতে শামুকের মতো হলেও এটি মোটেও সাধারণ শামুক নয়।

কারণ, এর বাইরের নরম বাদামী অংশের নীচে একটি খোল রয়েছে। এটি মূলত দেখা যায় পুরনো দীঘা থেকে উদয়পুরের সমুদ্রসৈকত পর্যন্ত ২ কিলোমিটার এলাকার মধ্যে। সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ‘ম্যালাকোলজিক্যাল সোসাইটি’ ও ‘সোসাইটি ফর দ্য স্টাডি অফ মোলাস্কান ডাইভারসিটি’র (Society for the Study of Molluscan Diversity)।’

এই বিষয়ে ‘দীঘা মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওন্যাল রিসার্চ সেন্টার’এর বিজ্ঞানী প্রসাদ টুডু বলেন, ‘২০২২ সালে প্রথম শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া যায় দীঘার সমুদ্রে। নতুন এই প্রাণীটিকে পর্যটকদের দেখার জন্য দীঘার মেরিন অ্যাকোরিয়ামে সংরক্ষিত করা হয়েছে।’

আরও পড়ুন,
*USB চার্জার প্রতারণা, খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! সতর্ক হন
*সস্তার প্ল্যান নিয়ে এল Jio, 56 দিন আনলিমিটেড কল সঙ্গে ডেটা