Share Market: গরমের তীব্রতার সাথে তাল মিলিয়ে বাড়বে এই সংস্থাগুলির শেয়ার

Share Market: Shares of these companies will increase with the intensity of heat

গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এপ্রিল মাসের শুরুতেই তাপমাত্রা পৌঁছে ৪০ ডিগ্রিতে। এমনকি দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে গরম যতই বাড়ছে ততই একাধিক সংস্থার শেয়ারের দামও কিন্তু বাড়ছে। তাই আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে এই সংস্থাগুলির শেয়ার আপনাকে ভালো রিটার্ন দেবে।

এসি/কুলার/ রেফ্রিজারেটর সংস্থা

গরম থেকে বাঁচতে সাধারণত ফ্যান, এসি, কুলার বা রেফ্রিজারেটরের চাহিদা বেড়ে যায়। এরকম বেশ কিছু সংস্থা যেমন ‘Symphony’, ‘Havells india’, ‘Voltas’ ইত্যাদি সংস্থার শেয়ারে উন্নতি দেখা যাবে। এক্ষেত্রে আরো একটি উল্লেখযোগ্য, বিষয় হলো সবাই মূলত টেকসই পণ্য কিনতেই পছন্দ করেন। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন বড়ো সংস্থার শেয়ারের দাম বাড়বে। যে তালিকাই শীর্ষস্থানে থাকতে পারে ‘Havells india’।

আইসক্রিম/ ব্রিউয়ারি সংস্থা

তীব্র গরমে মানুষের অতিপ্রিয় একটি খাদ্য হলো আইসক্রিম। গ্রীষ্মকালে আইসক্রিমের চাহিদা ভীষণ মাত্রায় বেড়ে যায়। ফলস্বরূপ এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাগুলির শেয়ারের দামও বাড়বে। এখানেই শেষ নয় চাহিদা বাড়বে বিয়ারের। তাই মনে করা হচ্ছে চলতি বছর আইসক্রিম থেকে শুরু করে অন্যান্য সংস্থা ‘অরুণ বেভারেজ’, ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’এর মতো সংস্থার শেয়ারের দাম বাড়বে।

আরও পড়ুন,
*Digha: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হবে দিঘা! জানুন কিভাবে?
*USB চার্জার প্রতারণা, খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! সতর্ক হন