Viral Video: সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল হতে দেখি একাধিক ভিডিও। সেই ভিডিওতে যেমন থাকে কোনো তাজ্জব ঘটনা যা দেখার পর আমাদের চক্ষু চড়কগাছ হয় আবার কখনও দেখা যায় এমন ভিডিও যেখানে কেউ তার প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসেন৷ মানুষের যদি পছন্দ হয় তবে সেই ভিডিও ভাইরাল (Viral video) হয়ে যায়। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি দেখা গিয়েছে একটি ভিডিওতে বাস কন্ডাকটর কীভাবে এক যাত্রীর প্রাণ বাঁচালেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন, একেই বলে ‘রিফ্লেক্স অ্যাকশন’। আর তার জেরেই বাসে থাকা যাত্রীটির প্রাণ বাঁচল। জানা যাচ্ছে ভাইরাল ভিডিওর ঘটনাটি ঘটেছে কেরলে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাস দ্রুত চলছে। বিশেষ ভিড় নেই বাসের মধ্যে। এদিক ওদিক যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। বাসের কন্ডাকটর বাসের পিছনের দিকে থাকা দরজার সামনে দাঁড়িয়ে টিকিট কাটছিলেন। আর ওই দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন এক যুবক।
আচমকা বাসের চালক ব্রেক কষার ফলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রী যুবকটি বেসামাল হয়ে রাস্তায় পড়ে যাচ্ছিলেন। কিন্তু কোনোরকম তার দিকে না তাকিয়েই টিকিট কাটতে কাটতে ওই যুবকের হাত ধরে ফেলেন ওই বাস কন্ডাকটর।
ভিডিওটি সামাজিক মাধ্যমে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। বাস কন্ডাকটরের জন্যই যে যুবকটি প্রাণে বেঁচে গিয়েছেন তাও বলেছেন অনেকে। অনেকেই বাস কন্ডাকটরের ‘রিফ্লেক্স অ্যাকশন’ নিয়েও আলোচনা করেছেন।
Kerala bus conductor with 25th Sense saves a guy from Falling Down from Bus
pic.twitter.com/HNdijketbQ— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2024