বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বিদেশে গিয়ে বাগদান সেরেছেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী এবং অভিনেত্রী সোহিনী সরকার। খুব শীঘ্রই নাকি আবার গাঁটছড়াও বাঁধতে চলেছেন তারা। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী, জানালেন আসল সত্যিটা কী।
কিছুদিন আগেই সুইডেন ঘুরতে গিয়েছিলো এই জুটি। আর সেখান থেকে ফেরার পরই শোভনের ডানহাতের অনামিকায় নাকি একটি আংটি লক্ষ্য করা যায়। তারপর থেকেই সকলে বলতে শুরু করেন বিদেশে গিয়েই নাকি বাগদান করেছেন তারা দু’জন। তাহলে কি এবার ছাদনাতলায় দেখা যাবে তাদের? এই প্রশ্নই ঘুরপাক খায় সকলের মনে।
তবে এই বিষয়ে সংবাদমাধ্যমকে সোহিনী বলেন, ‘আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এই কথা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চায়, সত্যিটা কী?’ এরপরে তাকে প্রশ্ন করা হয় শোভনের সাথে বিয়ে নিয়ে তার কী পরিকল্পনা রয়েছে।
উত্তর অভিনেত্রী বলেন, ‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে, তবে বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক বিষয়। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা ভাবি যে আমরা একাই এসব করছি। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা থাকে সকলের জন্য। আমরা শুধু বাস্তবায়ন করি।’
উল্লেখযোগ্য, অভিনেতা রণজয়ের সাথে বিচ্ছেদের পর সোহিনী নতুন করে সম্পর্কে জড়িয়েছেন শোভনের সাথে। তবে এবার কি সেই সম্পর্ক পরিণতি পাবে? কখনো থিতু হওয়ার কথা ভেবেছেন তিনি? উত্তর তিনি বলেন, ‘আমরা সবসময় থিতু হতে চাই। কেউ ভাঙতে চায় না। তবে প্রকৃতির নিয়মে সবকিছুই একদিন ভেঙে যায়।’