ইস্টবেঙ্গলের হয়ে মাঠে দেখা যাবে বঙ্গ তনয় দেবজিৎ মজুমদারকে

এবার ইস্টবেঙ্গলের হয়ে মাঠে দেখা যাবে দেবজিৎ মজুমদারকে। অবশেষে বুধবার পাকাপাকিভাবে ইস্টবেঙ্গলের দলে নাম লেখালেন তিনি৷ যদিও কথাবার্তা বহুদিন ধরেই চলছিল। আর সেই আসা চূড়ান্ত হয়ে গিয়েছিল। মোট দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল দলে নাম লেখালেন দেবজিৎ। বাঙালি গোলকিপারকে দলে নেওয়ায় রয়েছে একাধিক কারণ।

তিনি কলকাতা ময়দানকে ভালোভাবেই চেনেন। এর আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই প্রধানেই এর আগে খেলেছেন দেবজিৎ। এর পাশাপাশি তার অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে আইএসএল-এ নজরকাড়া খেলা দেখা গিয়েছিল তার৷ এবার তাকে দলে নিলো ইস্টবেঙ্গল। এর আগের খেলাতে সুপার কাপ ছাড়া বিশেষ খেলাতে জিততে পারেনি ইস্টবেঙ্গল।

চূড়ান্ত পর্বের খেলায় মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামলেও হারতে হয় লাল হলুদ বাহিনীকে। এর পাশাপাশি আইএসএল-এ ভালো ফলাফল করলেও শেষপর্যন্ত আশানুরূপ ফলাফল হয়নি। এবার তাই প্রথম থেকেই দলকে তৈরি করে এগোতে চাইছে লাল হলুদ বাহিনী। তাই দেবজিৎকে এবার দলের গোলকিপার হিসেবে দেখা যাবে।

এর আগে দেবজিৎ চেন্নাইতে এফসিতে গিয়েছিলেন। সেখানেই চুটিয়ে খেলেছেন তিনি। অবশেষে ফের কলকাতায় ফিরলেন বাংলার ছেলে। আসন্ন কেলায় দেবজিৎকে লাল হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। এখনও পর্যন্ত ৮২টি ম্যাচে মাঠে নেমেছেন দেবজিৎ। তার ১৫টি ক্লিনশিট রয়েছে। এর পাশাপাশি ২৫৩টি সেভ ও ৭২৩টি রিকভারি রয়েছে। ৯৬৭টি সফল পাস রয়েছে তার।

এহেন একজন অভিজ্ঞ গোলরক্ষকের ইস্টবেঙ্গল দলে জায়গা হওয়া যে দলের জন্য বেশ উপকারী তা আর বলে দিতে হয় না। এবার থেকে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।