মাত্র ১৩ বছর বয়সেই দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ তারকা রজনীকান্তের কাছে ‘মা’ ডাক শুনেছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কী কারণে এমনটা শুনতে হয়েছিল তাকে? অবাক হওয়ার কোনো কারণ নেই। আসলে একটি সিনেমার কারণে মা ডাক শুনতে হয়েছিল এই অভিনেত্রীকে।
অভিনয় জগতের সাথে যারা যুক্ত রয়েছেন এমন অনেকেই কোনো না কোনো নায়কের কাছ থেকে মা ডাক শুনেছেন তাও আবার নায়কের থেকে কমবয়সী হওয়া সত্ত্বেও। সেরকমই একবার শ্রীদেবী রজনীকান্তের মায়ের ভূমিকা অভিনয় করেছেন। তাও আবার মাত্র ১৩ বছর বয়সেই।
তার আগে টানা ৯ বছর শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন শ্রীদেবী। এরপর ১৯৭৬ সালে তার কাছে সুযোগ আসে ‘মদ্রু মুদিচু’ সিনেমায় অভিনয় করার জন্য। যেখানে তার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল তার কাছে। কারণ, মাত্র ১৩ বছর বয়সেই তাকে মায়ের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল।
অল্প বয়সেই রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় ছিল ভীষণ পরিণত। অন্যদিকে সেসময় রজনীকান্তের বয়স ছিল ২৫ বছর। দুই তারকার জীবনের গুরুত্বপূর্ণ সিনামা ছিল সেটি। তবে শুধু এই সিনেমাই নয় দক্ষিণের আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী।
উল্লেখযোগ্য, খুব কম বয়স থেকে বলিউডে কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের প্রথম মহিলা সুপারস্টার। একাধিক জাতীয় পুরস্কার রয়েছে তার ঝুলিতে। যদিও ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় তার দেহ। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি।