দীর্ঘ অপেক্ষার অবসান! কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

দীর্ঘ অপেক্ষার অবসান! কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। যেদিন থেকে তিনি তার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন সেদিন থেকেই একপ্রকার অপেক্ষায় দিন গুণছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটলো।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বাগতম শিশু কন্যা।’ সাথে জুড়ে দিয়েছেন আজকের তারিখ। এই পোস্ট দেখার পর থেকেই তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন সকলে। তারকা থেকে শুরু করে ভক্তরা প্রত্যেকেই তাদের এই নতুন জীবনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

অন্যদিকে কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে দেখা গিয়েছিল দীপিকাকে। এর আগে বারবার তাকে শুনতে হয়েছিল তার বেবিবাম্প নাকি নকল। সারোগেসির মাধ্যমেই নাকি সন্তানের মা হতে চলেছেন তিনি। তবে সকল জল্পনাকে উড়িয়ে দিয়ে তার বেবিবাম্পের ছবি আত্মবিশ্বাসের সাথে প্রকাশ্যে আনেন।

তার কয়েকদিন পর এবার নতুন সদস্যকে স্বাগত জানালেন দীপিকা এবং রণবীর। উল্লেখযোগ্য, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। তবে সেই সময় শুধুমাত্র কেরিয়ারের দিকেই মনোযোগ দিয়েছিলেন দীপিকা। সন্তানের পরিকল্পনা করেননি এই জুটি।

তবে এই বিষয়ে বিভিন্ন টক শো’তে রণবীর জানিয়েছিলেন তিনি দীপিকার কাছে বারবার তার মতোই কন্যা সন্তানের আবদার করেছেন। তবে তখন নাকি অভিনেত্রী রাজি হননি। সেই অপেক্ষারই এবার অবসান ঘটলো। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। আপাতত তিনি তার মায়ের কাছেই থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন,
*কঠিন সময়ে জীবনসঙ্গীর মনোবল বাড়াবেন কী ভাবে? জানুন মনোরোগ বিশেষজ্ঞদের মতামত