জনপ্রিয় গায়িকা নেহা কক্করকে আমরা সবাই চিনি, তিনি যেমন ভালো গান গায় তেমন ভালো মনের মানুষও তিনি। নেহা কক্কর চন্ডিগড়ে একটি মিউজিক ভিডিও শুট করতে গেছিলেন আর সেখানেই রোহান প্রীতের সাথে তার পরিচয় হয়।
সেখান থেকে দুজন সম্পর্কে জড়ান এবং পরবর্তীতে ২০২০ সালে অক্টোবর মাসে নেহা কক্কর ও রোহনপ্রীত বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে তাদের বিবাহের চারটি বছর কেটে গেল। কিন্তু কানা খুশো খবর শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি তাদের বিচ্ছেদ হতে চলেছে।
কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে নেহা কক্কর এর হাসবেন্ড রোহনপ্রীতকে তাদের বিবাহ বিচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করায় তিনি বলেন, এরকম কোনো কিছুই হচ্ছে না, তারা একসাথেই আছেন এবং খুব ভালো আছেন।
রোহান এও বলেন, লোকে তো কত কিছুই বলে তাদের কাজই হচ্ছে না জেনে নিজের মনের মতো যা খুশি বলা, তাই বলে লোকের ভাবনাকে গুরুত্ব দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করতে চাই না।
এর আগেও একবার নেহা ও রোহণের বিবাহ বিচ্ছেদের কথা নিয়ে গুঞ্জন শোনা গেছিল। কিন্তু রোহান নেহাকে তার জন্মদিনে দারুন সারপ্রাইজ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তারা একসাথে কতটা ভালো আছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি।